Jai Kashyap-Nandan

Jai Kashyap-Nandan

জয় কশ্যপ-নন্দন,ওঁ জয় অদিতি নন্দন।

Kashyap-NandanBengali

এটি ভক্তি ও শ্রদ্ধার সাথে গাওয়া একটি পবিত্র আরতি।

0 views
॥ আরতী শ্রী সূর্য জী ॥

জয় কশ্যপ-নন্দন,ওঁ জয় অদিতি নন্দন।
ত্রিভুবন - তিমির - নিকন্দন,ভক্ত-হৃদয়-চন্দন॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
সপ্ত-অশ্বরথ রাজিত,এক চক্রধারী।
দুঃখহারী, সুখকারী,মানস-মল-হারী॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
সুর - মুনি - ভূসুর - বন্দিত,বিমল বিভবশালী।
অঘ-দল-দলন দিবাকর,দিব্য কিরণ মালী॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
সকল - সুকর্ম - প্রসবিতা,সবিতা শুভকারী।
বিশ্ব-বিলোচন মোচন,ভব-বন্ধন ভারী॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
কমল-সমূহ বিকাসক,নাশক ত্রয় তাপা।
সেবত সাহজ হরতঅতি মনসিজ-সন্তাপা॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
নেত্র-ব্যাধি হর সুরবর,ভূ-পীড়া-হারী।
বৃষ্টি বিমোচন সন্তত,পরহিত ব্রতধারী॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
সূর্যদেব করুণাকর,অব করুণা কীজৈ।
হর অজ্ঞান-মোহ সব,তত্ত্বজ্ঞান দীজৈ॥

জয় কশ্যপ-নন্দন, ওঁ জয় অদিতি নন্দন।
Jai Kashyap-Nandan - জয় কশ্যপ-নন্দন,ওঁ জয় অদিতি নন্দন। - Kashyap-Nandan | Adhyatmic