Har Har Har Mahadev

Har Har Har Mahadev

হর হর হর মহাদেব!সত্য, সনাতন, সুন্দর, শিব সবকে স্বামী।

ShivaBengali

এটি ভক্তি ও শ্রদ্ধার সাথে গাওয়া একটি পবিত্র আরতি।

0 views
॥ শ্রী শিবশঙ্করজী কী আরতী ॥

হর হর হর মহাদেব!সত্য, সনাতন, সুন্দর, শিব সবকে স্বামী।
অবিকারী অবিনাশী, অজ অন্তর্যামী॥

হর হর হর মহাদেব!আদি, অনন্ত, অনাময়, অকল, কলাধারী।
অমল, অরূপ, অগোচর, অবিচল, অঘহারী॥

হর হর হর মহাদেব!ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তুম ত্রিমূর্তিধারী।
কর্তা, ভর্তা, ধর্তা, তুম হী সংহারী॥

হর হর হর মহাদেব!রক্ষক, ভক্ষক, প্রেরক, প্রিয় ঔঢরদানী।
সাক্ষী, পরম অকর্তা, কর্তা অভিমানী॥

হর হর হর মহাদেব!মণিময়-ভবন নিবাসী, অতি ভোগী রাগী।
সদা শ্মশান বিহারী, যোগী বৈরাগী॥

হর হর হর মহাদেব!ছাল-কপাল, গরল-গল, মুণ্ডমাল ব্যালী।
চিতা ভস্মতন ত্রিনয়ন, অয়নমহাকালী॥

হর হর হর মহাদেব!প্রেত-পিশাচ-সুসেবিত, পীত জটাধারী।
বিবসন বিকট রূপধর, রুদ্র প্রলয়কারী॥

হর হর হর মহাদেব!শুভ্র-সৌম্য, সুরসরিধর, শশিধর, সুখকারী।
অতিকমনীয়, শান্তিকর, শিবমুনি মন-হারী॥

হর হর হর মহাদেব!নির্গুণ, সগুণ, নিরঞ্জন, জগময় নিত্য প্রভো।
কালরূপ কেবল হর! কালাতীত বিভো॥

হর হর হর মহাদেব!সৎ, চিৎ, আনন্দ, রসময়, করুণাময় ধাতা।
প্রেম-সুধা-নিধি প্রিয়তম, অখিল বিশ্ব ত্রাতা॥

হর হর হর মহাদেব!হম অতিদীন, দয়াময়! চরণ-শরণ দীজৈ।
সব বিধি নির্মল মতি কর, অপনা কর লীজৈ॥

হর হর হর মহাদেব!