Gayatri Mata Chalisa

Gayatri Mata Chalisa

গায়ত্রী মাতা চalisa

Gayatri JiBengali

গায়ত্রী মাতা চalisa হল একটি দেবোত্তম স্তোত্র যা গায়ত্রী দেবীর প্রতি নিবেদিত। এটি চেতনা ও জ্ঞানের উন্মেষ ঘটাতে সাহায্য করে এবং ভক্তদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে।

0 views
॥ দোহা ॥

হ্রীং শ্রীং ক্লীং মেধা প্রভা, জীবন জ্যোতি প্রচণ্ড।
শান্তি কান্তি জাগৃত প্রগতি, রচনা শক্তি অখণ্ড॥

জগত জননী মঙ্গল করনি, গায়ত্রী সুখধাম।
প্রণবোং সাবিত্রী স্বধা, স্বাহা পূরন কাম॥

॥ চৌপাঈ ॥

ভূর্ভুবঃ স্বঃ ওঁ যুত জননী।
গায়ত্রী নিত কলিমল দহনী॥

অক্ষর চৌবিস পরম পুনীতা।
ইনমেং বসেং শাস্ত্র শ্রুতি গীতা॥

শাশ্বত সতোগুণী সত রূপা।
সত্য সনাতন সুধা অনূপা॥

হংসারূঢ সিতাম্বর ধারী।
স্বর্ণ কান্তি শুচি গগন-বিহারী॥

পুস্তক পুষ্প কমণ্ডলু মালা।
শুভ্র বর্ণ তনু নয়ন বিশালা॥

ধ্যান ধরত পুলকিত হিত হোঈ।
সুখ উপজত দুঃখ দুর্মতি খোঈ॥

কামধেনু তুম সুর তরু ছায়া।
নিরাকার কী অদ্ভুত মায়া॥

তুম্হরী শরণ গহৈ জো কোঈ।
তরৈ সকল সঙ্কট সোং সোঈ॥

সরস্বতী লক্ষ্মী তুম কালী।
দিপৈ তুম্হারী জ্যোতি নিরালী॥

তুম্হরী মহিমা পার ন পাবৈং।
জো শারদ শত মুখ গুন গাবৈং॥

চার বেদ কী মাত পুনীতা।
তুম ব্রহ্মাণী গৌরী সীতা॥

মহামন্ত্র জিতনে জগ মাহীং।
কোউ গায়ত্রী সম নাহীং॥

সুমিরত হিয় মেং জ্ঞান প্রকাসৈ।
আলস পাপ অবিদ্যা নাসৈ॥

সৃষ্টি বীজ জগ জননি ভবানী।
কালরাত্রি বরদা কল্যাণী॥

ব্রহ্মা বিষ্ণু রুদ্র সুর জেতে।
তুম সোং পাবেং সুরতা তেতে॥

তুম ভক্তন কী ভক্ত তুম্হারে।
জননিহিং পুত্র প্রাণ তে প্যারে॥

মহিমা অপরম্পার তুম্হারী।
জয় জয় জয় ত্রিপদা ভয়হারী॥

পূরিত সকল জ্ঞান বিজ্ঞানা।
তুম সম অধিক ন জগমে আনা॥

তুমহিং জানি কছু রহৈ ন শেষা।
তুমহিং পায় কছু রহৈ ন কলেশা॥

জানত তুমহিং তুমহিং ব্হৈ জাঈ।
পারস পরসি কুধাতু সুহাঈ॥

তুম্হরী শক্তি দিপৈ সব ঠাঈ।
মাতা তুম সব ঠৌর সমাঈ॥

গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড ঘনেরে।
সব গতিবান তুম্হারে প্রেরে॥

সকল সৃষ্টি কী প্রাণ বিধাতা।
পালক পোষক নাশক ত্রাতা॥

মাতেশ্বরী দয়া ব্রত ধারী।
তুম সন তরে পাতকী ভারী॥

জাপর কৃপা তুম্হারী হোঈ।
তাপর কৃপা করেং সব কোঈ॥

মন্দ বুদ্ধি তে বুধি বল পাবেং।
রোগী রোগ রহিত হো জাবেং॥

দরিদ্র মিটৈ কটৈ সব পীরা।
নাশৈ দুঃখ হরৈ ভব ভীরা॥

গৃহ ক্লেশ চিত চিন্তা ভারী।
নাসৈ গায়ত্রী ভয় হারী॥

সন্ততি হীন সুসন্ততি পাবেং।
সুখ সম্পতি যুত মোদ মনাবেং॥

ভূত পিশাচ সবৈ ভয় খাবেং।
যম কে দূত নিকট নহিং আবেং॥

জো সধবা সুমিরেং চিত লাঈ।
অছত সুহাগ সদা সুখদাঈ॥

ঘর বর সুখ প্রদ লহৈং কুমারী।
বিধবা রহেং সত্য ব্রত ধারী॥

জয়তি জয়তি জগদম্ব ভবানী।
তুম সম ওর দয়ালু ন দানী॥

জো সতগুরু সো দীক্ষা পাবে।
সো সাধন কো সফল বনাবে॥

সুমিরন করে সুরূচি বডভাগী।
লহৈ মনোরথ গৃহী বিরাগী॥

অষ্ট সিদ্ধি নবনিধি কী দাতা।
সব সমর্থ গায়ত্রী মাতা॥

ঋষি মুনি যতী তপস্বী যোগী।
আরত অর্থী চিন্তিত ভোগী॥

জো জো শরণ তুম্হারী আবেং।
সো সো মন বাঞ্ছিত ফল পাবেং॥

বল বুধি বিদ্যা শীল স্বভাউ।
ধন বৈভব যশ তেজ উছাউ॥

সকল বঢেং উপজেং সুখ নানা।
জে যহ পাঠ করৈ ধরি ধ্যানা॥

॥ দোহা ॥

যহ চালীসা ভক্তি যুত, পাঠ করৈ জো কোঈ।
তাপর কৃপা প্রসন্নতা, গায়ত্রী কী হোয়॥

Gayatri Mata Chalisa - গায়ত্রী মাতা চalisa - Gayatri Ji | Adhyatmic