Mahalakshmi Mata Chalisa

Mahalakshmi Mata Chalisa

মহালক্ষ্মী মাতা চালিসা

LakshmiBengali

মহালক্ষ্মী মাতা চালিসা দেবী লক্ষ্মীর প্রতি নিবেদিত একটি আধ্যাত্মিক গীতি। এই চালিসা পাঠ করলে ধন-সুনাম ও সমৃদ্ধি লাভের আশ্বাস দেওয়া হয়েছে, যা ভক্তদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে।

0 views
॥ দোহা ॥

জয় জয় শ্রী মহালক্ষ্মী, করূঁ মাত তব ধ্যান।
সিদ্ধ কাজ মম কিজিয়ে, নিজ শিশু সেবক জান॥

॥ চৌপাঈ ॥

নমো মহা লক্ষ্মী জয় মাতা।
তেরো নাম জগত বিখ্যাতা॥

আদি শক্তি হো মাত ভবানী।
পূজত সব নর মুনি জ্ঞানী॥

জগত পালিনী সব সুখ করনী।
নিজ জনহিত ভণ্ডারণ ভরনী॥

শ্বেত কমল দল পর তব আসন।
মাত সুশোভিত হৈ পদ্মাসন॥

শ্বেতাম্বর অরূ শ্বেতা ভূষণ।
শ্বেতহী শ্বেত সুসজ্জিত পুষ্পন॥

শীশ ছত্র অতি রূপ বিশালা।
গল সোহে মুক্তন কী মালা॥

সুন্দর সোহে কুঞ্চিত কেশা।
বিমল নয়ন অরু অনুপম ভেষা॥

কমলনাল সমভুজ তবচারি।
সুরনর মুনিজনহিত সুখকারী॥

অদ্ভূত ছটা মাত তব বানী।
সকলবিশ্ব কীন্হো সুখখানী॥

শান্তিস্বভাব মৃদুলতব ভবানী।
সকল বিশ্বকী হো সুখখানী॥

মহালক্ষ্মী ধন্য হো মাঈ।
পঞ্চ তত্ব মেং সৃষ্টি রচাঈ॥

জীব চরাচর তুম উপজাএ।
পশু পক্ষী নর নারী বনাএ॥

ক্ষিতিতল অগণিত বৃক্ষ জমাএ।
অমিতরঙ্গ ফল ফূল সুহাএ॥

ছবি বিলোক সুরমুনি নরনারী।
করে সদা তব জয়-জয় কারী॥

সুরপতি ঔ নরপত সব ধ্যাবৈং।
তেরে সম্মুখ শীশ নবাবৈং॥

চারহু বেদন তব যশ গায়া।
মহিমা অগম পার নহিং পায়ে॥

জাপর করহু মাতু তুম দায়া।
সোই জগ মেং ধন্য কহায়া॥

পল মেং রাজাহি রঙ্ক বনাও।
রঙ্ক রাব কর বিমল ন লাও॥

জিন ঘর করহু মাততুম বাসা।
উনকা যশ হো বিশ্ব প্রকাশা॥

জো ধ্যাবৈ সে বহু সুখ পাবৈ।
বিমুখ রহে হো দুখ উঠাবৈ॥

মহালক্ষ্মী জন সুখ দাঈ।
ধ্যাঊং তুমকো শীশ নবাঈ॥

নিজ জন জানীমোহীং অপনাও।
সুখসম্পতি দে দুখ নসাও॥

ওঁ শ্রী-শ্রী জয়সুখকী খানী।
রিদ্ধিসিদ্ধ দেউ মাত জনজানী॥

ওঁ হ্রীং-ওঁ হ্রীং সব ব্যাধিহটাও।
জনউন বিমল দৃষ্টিদর্শাও॥

ওঁ ক্লীং-ওঁ ক্লীং শত্রুন ক্ষয়কীজৈ।
জনহিত মাত অভয় বরদীজৈ॥

ওঁ জয়জয়তি জয়জননী।
সকল কাজ ভক্তন কে সরনী॥

ওঁ নমো-নমো ভবনিধি তারনী।
তরণি ভংবর সে পার উতারনী॥

সুনহু মাত যহ বিনয় হমারী।
পুরবহু আশন করহু অবারী॥

ঋণী দুখী জো তুমকো ধ্যাবৈ।
সো প্রাণী সুখ সম্পত্তি পাবৈ॥

রোগ গ্রসিত জো ধ্যাবৈ কোঈ।
তাকী নির্মল কায়া হোঈ॥

বিষ্ণু প্রিয়া জয়-জয় মহারানী।
মহিমা অমিত ন জায় বখানী॥

পুত্রহীন জো ধ্যান লগাবৈ।
পায়ে সুত অতিহি হুলসাবৈ॥

ত্রাহি ত্রাহি শরণাগত তেরী।
করহু মাত অব নেক ন দেরী॥

আবহু মাত বিলম্ব ন কীজৈ।
হৃদয় নিবাস ভক্ত বর দীজৈ॥

জানূং জপ তপ কা নহিং ভেবা।
পার করো ভবনিধ বন খেবা॥

বিনবোং বার-বার কর জোরী।
পূরণ আশা করহু অব মোরী॥

জানি দাস মম সঙ্কট টারৌ।
সকল ব্যাধি সে মোহিং উবারৌ॥

জো তব সুরতি রহৈ লব লাঈ।
সো জগ পাবৈ সুয়শ বড়াঈ॥

ছায়ো যশ তেরা সংসারা।
পাবত শেষ শম্ভু নহিং পারা॥

গোবিন্দ নিশদিন শরণ তিহারী।
করহু পূরণ অভিলাষ হমারী॥

॥ দোহা ॥

মহালক্ষ্মী চালীসা, পঢ়ৈ সুনৈ চিত লায়।
তাহি পদারথ মিলৈ, অব কহৈ বেদ অস গায়॥