
Narmada Mata Chalisa
নর্মদা মাতা চালিসা
নর্মদা মাতা চালিসা, এই পবিত্র স্তোত্রটি মা নর্মদাকে উৎসর্গিত। মা নর্মদা হলেন ভগবতী গঙ্গার অবতার, যিনি নদীর রূপে পৃথিবীতে বিরাজ করেন। ভারতবর্ষের অন্যতম পবিত্র নদী হিসেবে মা নর্মদার বিশেষ গুরুত্ব রয়েছে, এবং তাঁর পূজা করে ভক্তরা শুদ্ধতা ও পবিত্রতা লাভ করেন। এই চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা মা নর্মদার আশীর্বাদ লাভ করে জীবনের সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। নর্মদা মাতা চালিসা পাঠের উদ্দেশ্য হল মা নর্মদাকে বন্দনা করা ও তাঁর কৃপা লাভ করা। এই স্তোত্রের পাঠে মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি, এবং শারীরিক স্বাস্থ্য লাভ হয়। নিয়মিত এই চালিসা পাঠ করলে জীবনের সকল সমস্যা সমাধানের জন্য মা নর্মদার শক্তি ও দয়া লাভ করা যায়। বিশেষ করে, পূর্ণিমা ও অমাবস্যার রাতে নর্মদা মাতার চালিসা পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই চালিসা পাঠের সময় ভক্তদের মনোযোগ এবং শ্রদ্ধার সাথে পাঠ করতে হয়, যাতে মা নর্মদার প্রতি ভক্তির অনুভূতি গভীর
দেবি পূজিতা নর্মদা, মহিমা বড়ী অপার।
চালীসা বর্ণন করত, কবি অরু ভক্ত উদার॥
ইনকী সেবা সে সদা, মিটতে পাপ মহান।
তট পর কর জপ দান নর, পাতে হৈং নিত জ্ঞান॥
॥ চৌপাঈ ॥
জয়-জয়-জয় নর্মদা ভবানী।
তুম্হরী মহিমা সব জগ জানী॥
অমরকণ্ঠ সে নিকলীং মাতা।
সর্ব সিদ্ধি নব নিধি কী দাতা॥
কন্যা রূপ সকল গুণ খানী।
জব প্রকটীং নর্মদা ভবানী॥
সপ্তমী সূর্য মকর রবিবারা।
অশ্বনি মাঘ মাস অবতারা॥
বাহন মকর আপকো সাজৈং।
কমল পুষ্প পর আপ বিরাজৈং॥
ব্রহ্মা হরি হর তুমকো ধ্যাবৈং।
তব হী মনবাঞ্ছিত ফল পাবৈং॥
দর্শন করত পাপ কটি জাতে।
কোটি ভক্ত গণ নিত্য নহাতে॥
জো নর তুমকো নিত হী ধ্যাবৈ।
বহ নর রুদ্র লোক কো জাবৈং॥
মগরমচ্ছ তুম মেং সুখ পাবৈং।
অন্তিম সময় পরমপদ পাবৈং॥
মস্তক মুকুট সদা হী সাজৈং।
পাংব পৈঞ্জনী নিত হী রাজৈং॥
কল-কল ধ্বনি করতী হো মাতা।
পাপ তাপ হরতী হো মাতা॥
পূরব সে পশ্চিম কী ওরা।
বহতীং মাতা নাচত মোরা॥
শৌনক ঋষি তুম্হরৌ গুণ গাবৈং।
সূত আদি তুম্হরৌ যশ গাবৈং॥
শিব গণেশ ভী তেরে গুণ গাবৈং।
সকল দেব গণ তুমকো ধ্যাবৈং॥
কোটি তীর্থ নর্মদা কিনারে।
যে সব কহলাতে দুঃখ হারে॥
মনোকামনা পূরণ করতী।
সর্ব দুঃখ মাঁ নিত হী হরতীং॥
কনখল মেং গঙ্গা কী মহিমা।
কুরুক্ষেত্র মেং সরস্বতী মহিমা॥
পর নর্মদা গ্রাম জঙ্গল মেং।
নিত রহতী মাতা মঙ্গল মেং॥
এক বার করকে অসনানা।
তরত পীঢ়ী হৈ নর নারা॥
মেকল কন্যা তুম হী রেবা।
তুম্হরী ভজন করেং নিত দেবা॥
জটা শঙ্করী নাম তুম্হারা।
তুমনে কোটি জনোং কো তারা॥
সমোদ্ভবা নর্মদা তুম হো।
পাপ মোচনী রেবা তুম হো॥
তুম মহিমা কহি নহিং জাঈ।
করত ন বনতী মাতু বড়াঈ॥
জল প্রতাপ তুমমেং অতি মাতা।
জো রমণীয় তথা সুখ দাতা॥
চাল সর্পিণী সম হৈ তুম্হারী।
মহিমা অতি অপার হৈ তুম্হারী॥
তুম মেং পড়ী অস্থি ভী ভারী।
ছুবত পাষাণ হোত বর বারী॥
যমুনা মেং জো মনুজ নহাতা।
সাত দিনোং মেং বহ ফল পাতা॥
সরসুতি তীন দিনোং মেং দেতীং।
গঙ্গা তুরত বাদ হী দেতীং॥
পর রেবা কা দর্শন করকে।
মানব ফল পাতা মন ভর কে॥
তুম্হরী মহিমা হৈ অতি ভারী।
জিসকো গাতে হৈং নর-নারী॥
জো নর তুম মেং নিত্য নহাতা।
রুদ্র লোক মে পূজা জাতা॥
জড়ী বূটিয়াং তট পর রাজেং।
মোহক দৃশ্য সদা হী সাজেং॥
বায়ু সুগন্ধিত চলতী তীরা।
জো হরতী নর তন কী পীরা॥
ঘাট-ঘাট কী মহিমা ভারী।
কবি ভী গা নহিং সকতে সারী॥
নহিং জানূঁ মৈং তুম্হরী পূজা।
ঔর সহারা নহীং মম দূজা॥
হো প্রসন্ন ঊপর মম মাতা।
তুম হী মাতু মোক্ষ কী দাতা॥
জো মানব যহ নিত হৈ পঢ়তা।
উসকা মান সদা হী বঢ়তা॥
জো শত বার ইসে হৈ গাতা।
বহ বিদ্যা ধন দৌলত পাতা॥
অগণিত বার পঢ়ৈ জো কোঈ।
পূরণ মনোকামনা হোঈ॥
সবকে উর মেং বসত নর্মদা।
যহাং বহাং সর্বত্র নর্মদা॥
॥ দোহা ॥
ভক্তি ভাব উর আনি কে, জো করতা হৈ জাপ।
মাতা জী কী কৃপা সে, দূর হোত সন্তাপ॥