Navagraha Chalisa

নবগ্রহ চালিসা

NavagrahaBengali

নবগ্রহ চালিসা নবগ্রহ দেবতাদের প্রতি নিবেদিত একটি সার্বজনীন স্তোত্র। এই স্তোত্র পাঠ করলে জীবনের বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখের জন্য শুভ ফল লাভ করা যায়।

0 views
॥ দোহা ॥

শ্রী গণপতি গুরুপদ কমল, প্রেম সহিত সিরনায়।
নবগ্রহ চালীসা কহত, শারদ হোত সহায়॥

জয় জয় রবি শশি সোম বুধ, জয় গুরু ভৃগু শনি রাজ।
জয়তি রাহু অরু কেতু গ্রহ, করহু অনুগ্রহ আজ॥

॥ চৌপাঈ ॥

শ্রী সূর্য স্তুতিপ্রথমহি রবি কহঁ নাবৌং মাথা।
করহুং কৃপা জনি জানি অনাথা॥

হে আদিত্য দিবাকর ভানূ।
মৈং মতি মন্দ মহা অজ্ঞানূ॥

অব নিজ জন কহঁ হরহু কলেষা।
দিনকর দ্বাদশ রূপ দিনেশা॥

নমো ভাস্কর সূর্য প্রভাকর।
অর্ক মিত্র অঘ মোঘ ক্ষমাকর॥

শ্রী চন্দ্র স্তুতিশশি ময়ঙ্ক রজনীপতি স্বামী।
চন্দ্র কলানিধি নমো নমামি॥

রাকাপতি হিমাংশু রাকেশা।
প্রণবত জন তন হরহুং কলেশা॥

সোম ইন্দু বিধু শান্তি সুধাকর।
শীত রশ্মি ঔষধি নিশাকর॥

তুম্হীং শোভিত সুন্দর ভাল মহেশা।
শরণ শরণ জন হরহুং কলেশা॥

শ্রী মঙ্গল স্তুতিজয় জয় জয় মঙ্গল সুখদাতা।
লোহিত ভৌমাদিক বিখ্যাতা॥

অঙ্গারক কুজ রুজ ঋণহারী।
করহু দয়া যহী বিনয় হমারী॥

হে মহিসুত ছিতিসুত সুখরাশী।
লোহিতাঙ্গ জয় জন অঘনাশী॥

অগম অমঙ্গল অব হর লীজৈ।
সকল মনোরথ পূরণ কীজৈ॥

শ্রী বুধ স্তুতিজয় শশি নন্দন বুধ মহারাজা।
করহু সকল জন কহঁ শুভ কাজা॥

দীজৈবুদ্ধি বল সুমতি সুজানা।
কঠিন কষ্ট হরি করি কল্যাণা॥

হে তারাসুত রোহিণী নন্দন।
চন্দ্রসুবন দুখ দ্বন্দ্ব নিকন্দন॥

পূজহু আস দাস কহু স্বামী।
প্রণত পাল প্রভু নমো নমামী॥

শ্রী বৃহস্পতি স্তুতিজয়তি জয়তি জয় শ্রী গুরুদেবা।
করোং সদা তুম্হরী প্রভু সেবা॥

দেবাচার্য তুম দেব গুরু জ্ঞানী।
ইন্দ্র পুরোহিত বিদ্যাদানী॥

বাচস্পতি বাগীশ উদারা।
জীব বৃহস্পতি নাম তুম্হারা॥

বিদ্যা সিন্ধু অঙ্গিরা নামা।
করহু সকল বিধি পূরণ কামা॥

শ্রী শুক্র স্তুতিশুক্র দেব পদ তল জল জাতা।
দাস নিরন্তন ধ্যান লগাতা॥

হে উশনা ভার্গব ভৃগু নন্দন।
দৈত্য পুরোহিত দুষ্ট নিকন্দন॥

ভৃগুকুল ভূষণ দূষণ হারী।
হরহু নেষ্ট গ্রহ করহু সুখারী॥

তুহি দ্বিজবর জোশী সিরতাজা।
নর শরীর কে তুমহীং রাজা॥

শ্রী শনি স্তুতিজয় শ্রী শনিদেব রবি নন্দন।
জয় কৃষ্ণো সৌরী জগবন্দন॥

পিঙ্গল মন্দ রৌদ্র যম নামা।
বপ্র আদি কোণস্থ ললামা॥

বক্র দৃষ্টি পিপ্পল তন সাজা।
ক্ষণ মহঁ করত রঙ্ক ক্ষণ রাজা॥

ললত স্বর্ণ পদ করত নিহালা।
হরহু বিপত্তি ছায়া কে লালা॥

শ্রী রাহু স্তুতিজয় জয় রাহু গগন প্রবিসইয়া।
তুমহী চন্দ্র আদিত্য গ্রসইয়া॥

রবি শশি অরি স্বর্ভানু ধারা।
শিখী আদি বহু নাম তুম্হারা॥

সৈহিঙ্কেয় তুম নিশাচর রাজা।
অর্ধকায় জগ রাখহু লাজা॥

যদি গ্রহ সময় পায় কহিং আবহু।
সদা শান্তি ঔর সুখ উপজাবহু॥

শ্রী কেতু স্তুতিজয় শ্রী কেতু কঠিন দুখহারী।
করহু সুজন হিত মঙ্গলকারী॥

ধ্বজয়ুত রুণ্ড রূপ বিকরালা।
ঘোর রৌদ্রতন অঘমন কালা॥

শিখী তারিকা গ্রহ বলবান।
মহা প্রতাপ ন তেজ ঠিকানা॥

বাহন মীন মহা শুভকারী।
দীজৈ শান্তি দয়া উর ধারী॥

নবগ্রহ শান্তি ফলতীরথরাজ প্রয়াগ সুপাসা।
বসৈ রাম কে সুন্দর দাসা॥

ককরা গ্রামহিং পুরে-তিবারী।
দুর্বাসাশ্রম জন দুখ হারী॥

নব-গ্রহ শান্তি লিখ্যো সুখ হেতু।
জন তন কষ্ট উতারণ সেতূ॥

জো নিত পাঠ করৈ চিত লাবৈ।
সব সুখ ভোগি পরম পদ পাবৈ॥

॥ দোহা ॥

ধন্য নবগ্রহ দেব প্রভু, মহিমা অগম অপার।
চিত নব মঙ্গল মোদ গৃহ, জগত জনন সুখদ্বার॥

যহ চালীসা নবোগ্রহ, বিরচিত সুন্দরদাস।
পঢ়ত প্রেম সুত বঢ়ত সুখ, সর্বানন্দ হুলাস॥


Navagraha Chalisa - নবগ্রহ চালিসা - Navagraha | Adhyatmic