
Santoshi Mata Chalisa
সন্তোষী মাতা চालीসা
সন্তোষী মাতা চালীসা হল একটি প্রার্থনা, যা মাতৃশক্তির এক বিশেষ রূপ সন্তোষী মাতার উদ্দেশ্যে নিবেদিত। সন্তোষী মাতাকে সাধনা করলে ভক্তরা তাঁর কাছে শান্তি, সন্তোষ ও সুখের আশীর্বাদ প্রার্থনা করেন। এই চালীসা পাঠ করে ভক্তরা মায়ের করুণা লাভ করেন এবং জীবনের বিভিন্ন সমস্যা দূরীভূত হয়। সন্তোষী মাতার প্রতি ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে অন্তরের শান্তি ও সুখ অর্জন করা সম্ভব। সন্তোষী মাতা চালীসা পাঠের মাধ্যমে ভক্তরা বিভিন্ন ধরনের উপকারিতা লাভ করেন। এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতিই নয়, বরং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্যও উপকারী। নিয়মিত চালীসা পাঠ করলে উদ্বেগ ও চাপ কমে যায় এবং মনের প্রশান্তি বৃদ্ধি পায়। এছাড়া, সন্তোষী মাতার আশীর্বাদে পারিবারিক সুখ ও সমৃদ্ধি আসে। এই চালীসা সাধারণত প্রতি শুক্রবার বা পূর্ণিমার রাতে পাঠ করা হয়। পাঠের সময় সাদা ফুল, মিষ্টান্ন ও দুধের সঙ্গে মাতার পূজা করা হয়। মনে রাখতে হবে, চালীসা পাঠ করার সময় একাগ্রতা ও বিশ্বাসের সঙ্গে করা উচিত, যাতে মাতার করুণা লাভের
শ্রী গণপতি পদ নায় সির, ধরি হিয় শারদা ধ্যান।
সন্তোষী মাং কী করুঁ, কীরতি সকল বখান॥
॥চৌপাঈ॥
জয় সন্তোষী মাং জগ জননী।
খল মতি দুষ্ট দৈত্য দল হননী॥
গণপতি দেব তুম্হারে তাতা।
রিদ্ধি সিদ্ধি কহলাবহং মাতা॥
মাতা-পিতা কী রহৌ দুলারী।
কীরতি কেহি বিধি কহুং তুম্হারী॥
ক্রীট মুকুট সির অনুপম ভারী।
কানন কুণ্ডল কো ছবি ন্যারী॥
সোহত অঙ্গ ছটা ছবি প্যারী।
সুন্দর চীর সুনহরী ধারী॥
আপ চতুর্ভুজ সুঘড় বিশালা।
ধারণ করহু গলে বন মালা॥
নিকট হৈ গৌ অমিত দুলারী।
করহু ময়ূর আপ অসবারী॥
জানত সবহী আপ প্রভুতাঈ।
সুর নর মুনি সব করহিং বড়াঈ॥
তুম্হরে দরশ করত ক্ষণ মাঈ।
দুখ দরিদ্র সব জায় নসাঈ॥
বেদ পুরাণ রহে যশ গাঈ।
করহু ভক্ত কী আপ সহাঈ॥
ব্রহ্মা ঢিঙ্গ সরস্বতী কহাঈ।
লক্ষ্মী রূপ বিষ্ণু ঢিঙ্গ আঈ॥
শিব ঢিঙ্গ গিরজা রূপ বিরাজী।
মহিমা তীনোং লোক মেং গাজী॥
শক্তি রূপ প্রগটী জন জানী।
রুদ্র রূপ ভঈ মাত ভবানী॥
দুষ্টদলন হিত প্রগটী কালী।
জগমগ জ্যোতি প্রচণ্ড নিরালী॥
চণ্ড মুণ্ড মহিষাসুর মারে।
শুম্ভ নিশুম্ভ অসুর হনি ডারে॥
মহিমা বেদ পুরনান বরনী।
নিজ ভক্তন কে সঙ্কট হরনী॥
রূপ শারদা হংস মোহিনী।
নিরঙ্কার সাকার দাহিনী॥
প্রগটাঈ চহুন্দিশ নিজ মায়া।
কণ কণ মেং হৈ তেজ সমায়া॥
পৃথ্বী সূর্য চন্দ্র অরু তারে।
তব ইঙ্গিত ক্রম বদ্ধ হৈং সারে॥
পালন পোষণ তুমহীং করতা।
ক্ষণ ভঙ্গুর মেং প্রাণ হরতা॥
ব্রহ্মা বিষ্ণু তুম্হেং নিত ধ্যাবৈং।
শেষ মহেশ সদা মন লাবে॥
মনোকমনা পূরণ করনী।
পাপ কাটনী ভব ভয় তরনী॥
চিত্ত লগায় তুম্হেং জো ধ্যাতা।
সো নর সুখ সম্পত্তি হৈ পাতা॥
বন্ধ্যা নারি তুমহিং জো ধ্যাবৈং।
পুত্র পুষ্প লতা সম বহ পাবৈং॥
পতি বিয়োগী অতি ব্যাকুলনারী।
তুম বিয়োগ অতি ব্যাকুলয়ারী॥
কন্যা জো কোই তুমকো ধ্যাবৈ।
অপনা মন বাঞ্ছিত বর পাবৈ॥
শীলবান গুণবান হো মৈয়া।
অপনে জন কী নাব খিবৈয়া॥
বিধি পূর্বক ব্রত জো কোঈ করহীং।
তাহি অমিত সুখ সম্পত্তি ভরহীং॥
গুড় ঔর চনা ভোগ তোহি ভাবৈ।
সেবা করৈ সো আনন্দ পাবৈ॥
শ্রদ্ধা যুক্ত ধ্যান জো ধরহীং।
সো নর নিশ্চয় ভব সোং তরহীং॥
উদ্যাপন জো করহি তুম্হারা।
তাকো সহজ করহু নিস্তারা॥
নারি সুহাগিন ব্রত জো করতী।
সুখ সম্পত্তি সোং গোদী ভরতী॥
জো সুমিরত জৈসী মন ভাবা।
সো নর বৈসো হী ফল পাবা॥
সাত শুক্র জো ব্রত মন ধারে।
তাকে পূর্ণ মনোরথ সারে॥
সেবা করহি ভক্তি যুত জোঈ।
তাকো দূর দরিদ্র দুখ হোঈ॥
জো জন শরণ মাতা তেরী আবৈ।
তাকে ক্ষণ মেং কাজ বনাবৈ॥
জয় জয় জয় অম্বে কল্যানী।
কৃপা করৌ মোরী মহারানী॥
জো কোঈ পঢ়ৈ মাত চালীসা।
তাপে করহিং কৃপা জগদীশা॥
নিত প্রতি পাঠ করৈ ইক বারা।
সো নর রহৈ তুম্হারা প্যারা॥
নাম লেত ব্যাধা সব ভাগে।
রোগ দোষ কবহূঁ নহীং লাগে॥
॥দোহা॥
সন্তোষী মাঁ কে সদা, বন্দহুঁ পগ নিশ বাস।
পূর্ণ মনোরথ হোং সকল, মাত হরৌ ভব ত্রাস॥