Saraswati Mata Chalisa

Saraswati Mata Chalisa

সারস্বতী মাতা চালিসা

SaraswatiBengali

সারস্বতী মাতা চালিসা হল দেবী সারস্বতীর প্রতি নিবেদিত একটি প্রার্থনা। এই চালিসা পাঠের মাধ্যমে জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতার প্রাপ্তি হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য আশীর্বাদ লাভের আশা করা হয়।

0 views
॥ দোহা ॥

জনক জননি পদ কমল রজ, নিজ মস্তক পর ধারি।
বন্দৌং মাতু সরস্বতী, বুদ্ধি বল দে দাতারি॥

পূর্ণ জগত মেং ব্যাপ্ত তব, মহিমা অমিত অনন্তু।
রামসাগর কে পাপ কো, মাতু তুহী অব হন্তু॥

॥ চৌপাঈ ॥

জয় শ্রী সকল বুদ্ধি বলরাসী।
জয় সর্বজ্ঞ অমর অবিনাসী॥

জয় জয় জয় বীণাকর ধারী।
করতী সদা সুহংস সবারী॥

রূপ চতুর্ভুজধারী মাতা।
সকল বিশ্ব অন্দর বিখ্যাতা॥

জগ মেং পাপ বুদ্ধি জব হোতী।
জবহি ধর্ম কী ফীকী জ্যোতী॥

তবহি মাতু লে নিজ অবতারা।
পাপ হীন করতী মহি তারা॥

বাল্মীকি জী থে বহম জ্ঞানী।
তব প্রসাদ জানৈ সংসারা॥

রামায়ণ জো রচে বনাঈ।
আদি কবী কী পদবী পাঈ॥

কালিদাস জো ভয়ে বিখ্যাতা।
তেরী কৃপা দৃষ্টি সে মাতা॥

তুলসী সূর আদি বিদ্ধানা।
ভয়ে ঔর জো জ্ঞানী নানা॥

তিন্হহিং ন ঔর রহেউ অবলম্বা।
কেবল কৃপা আপকী অম্বা॥

করহু কৃপা সোই মাতু ভবানী।
দুখিত দীন নিজ দাসহি জানী॥

পুত্র করৈ অপরাধ বহূতা।
তেহি ন ধরই চিত সুন্দর মাতা॥

রাখু লাজ জননী অব মেরী।
বিনয় করূং বহু ভাঁতি ঘনেরী॥

মৈং অনাথ তেরী অবলম্বা।
কৃপা করউ জয় জয় জগদম্বা॥

মধু কৈটভ জো অতি বলবানা।
বাহুয়ুদ্ধ বিষ্ণূ তে ঠানা॥

সমর হজার পাঞ্চ মেং ঘোরা।
ফির ভী মুখ উনসে নহিং মোরা॥

মাতু সহায় ভঈ তেহি কালা।
বুদ্ধি বিপরীত করী খলহালা॥

তেহি তে মৃত্যু ভঈ খল কেরী।
পুরবহু মাতু মনোরথ মেরী॥

চণ্ড মুণ্ড জো থে বিখ্যাতা।
ছণ মহুং সংহারেউ তেহি মাতা॥

রক্তবীজ সে সমরথ পাপী।
সুর-মুনি হৃদয় ধরা সব কাম্পী॥

কাটেউ সির জিম কদলী খম্বা।
বার বার বিনবউং জগদম্বা॥

জগ প্রসিদ্ধ জো শুম্ভ নিশুম্ভা।
ছিন মেং বধে তাহি তূ অম্বা॥

ভরত-মাতু বুধি ফেরেউ জাঈ।
রামচন্দ্র বনবাস করাঈ॥

এহি বিধি রাবন বধ তুম কীন্হা।
সুর নর মুনি সব কহুং সুখ দীন্হা॥

কো সমরথ তব যশ গুন গানা।
নিগম অনাদি অনন্ত বখানা॥

বিষ্ণু রূদ্র অজ সকহিং ন মারী।
জিনকী হো তুম রক্ষাকারী॥

রক্ত দন্তিকা ঔর শতাক্ষী।
নাম অপার হৈ দানব ভক্ষী॥

দুর্গম কাজ ধরা পর কীন্হা।
দুর্গা নাম সকল জগ লীন্হা॥

দুর্গ আদি হরনী তূ মাতা।
কৃপা করহু জব জব সুখদাতা॥

নৃপ কোপিত জো মারন চাহৈ।
কানন মেং ঘেরে মৃগ নাহৈ॥

সাগর মধ্য পোত কে ভঙ্গে।
অতি তূফান নহিং কোঊ সঙ্গে॥

ভূত প্রেত বাধা যা দুঃখ মেং।
হো দরিদ্র অথবা সঙ্কট মেং॥

নাম জপে মঙ্গল সব হোঈ।
সংশয় ইসমেং করই ন কোঈ॥

পুত্রহীন জো আতুর ভাঈ।
সবৈ ছাংড়ি পূজেং এহি মাঈ॥

করৈ পাঠ নিত যহ চালীসা।
হোয় পুত্র সুন্দর গুণ ঈসা॥

ধূপাদিক নৈবেদ্য চঢাবৈ।
সঙ্কট রহিত অবশ্য হো জাবৈ॥

ভক্তি মাতু কী করৈ হমেশা।
নিকট ন আবৈ তাহি কলেশা॥

বন্দী পাঠ করেং শত বারা।
বন্দী পাশ দূর হো সারা॥

করহু কৃপা ভবমুক্তি ভবানী।
মো কহং দাস সদা নিজ জানী॥

॥ দোহা ॥

মাতা সূরজ কান্তি তব, অন্ধকার মম রূপ।
ডূবন তে রক্ষা করহু, পরূং ন মৈং ভব-কূপ॥

বল বুদ্ধি বিদ্যা দেহুং মোহি, সুনহু সরস্বতি মাতু।
অধম রামসাগরহিং তুম, আশ্রয় দেউ পুনাতু॥

Saraswati Mata Chalisa - সারস্বতী মাতা চালিসা - Saraswati | Adhyatmic