Shree Ganesha Chalisa

Shree Ganesha Chalisa

শ্রী গণেশ চ্যালিসা

Ganesh JiBengali

শ্রী গণেশ চ্যালিসা হল একটি পবিত্র স্তোত্র যা ভগবান গণেশের প্রতি নিবেদিত। এই চ্যালিসা পাঠ করলে মঙ্গল, সমৃদ্ধি এবং সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া যায়, যা ভক্তদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে।

0 views
॥ দোহা ॥

জয় গণপতি সদগুণ সদন, কবিবর বদন কৃপাল।
বিঘ্ন হরণ মঙ্গল করণ, জয় জয় গিরিজালাল॥

॥ চৌপাঈ ॥

জয় জয় জয় গণপতি গণরাজূ।
মঙ্গল ভরণ করণ শুভঃ কাজূ॥

জৈ গজবদন সদন সুখদাতা।
বিশ্ব বিনায়কা বুদ্ধি বিধাতা॥

বক্র তুণ্ড শুচী শুণ্ড সুহাবনা।
তিলক ত্রিপুণ্ড ভাল মন ভাবন॥

রাজত মণি মুক্তন উর মালা।
স্বর্ণ মুকুট শির নয়ন বিশালা॥

পুস্তক পাণি কুঠার ত্রিশূলং।
মোদক ভোগ সুগন্ধিত ফূলং॥

সুন্দর পীতাম্বর তন সাজিত।
চরণ পাদুকা মুনি মন রাজিত॥

ধনি শিব সুবন ষডানন ভ্রাতা।
গৌরী লালন বিশ্ব-বিখ্যাতা॥

ঋদ্ধি-সিদ্ধি তব চংবর সুধারে।
মুষক বাহন সোহত দ্বারে॥

কহৌ জন্ম শুভ কথা তুম্হারী।
অতি শুচী পাবন মঙ্গলকারী॥

এক সময় গিরিরাজ কুমারী।
পুত্র হেতু তপ কীন্হা ভারী॥

ভয়ো যজ্ঞ জব পূর্ণ অনূপা।
তব পহুঞ্চ্যো তুম ধরী দ্বিজ রূপা॥

অতিথি জানী কে গৌরী সুখারী।
বহুবিধি সেবা করী তুম্হারী॥

অতি প্রসন্ন হবৈ তুম বর দীন্হা।
মাতু পুত্র হিত জো তপ কীন্হা॥

মিলহি পুত্র তুহি, বুদ্ধি বিশালা।
বিনা গর্ভ ধারণ যহি কালা॥

গণনায়ক গুণ জ্ঞান নিধানা।
পূজিত প্রথম রূপ ভগবানা॥

অস কহী অন্তর্ধান রূপ হবৈ।
পালনা পর বালক স্বরূপ হবৈ॥

বনি শিশু রুদন জবহিং তুম ঠানা।
লখি মুখ সুখ নহিং গৌরী সমানা॥

সকল মগন, সুখমঙ্গল গাবহিং।
নাভ তে সুরন, সুমন বর্ষাবহিং॥

শম্ভু, উমা, বহুদান লুটাবহিং।
সুর মুনিজন, সুত দেখন আবহিং॥

লখি অতি আনন্দ মঙ্গল সাজা।
দেখন ভী আয়ে শনি রাজা॥

নিজ অবগুণ গুনি শনি মন মাহীং।
বালক, দেখন চাহত নাহীং॥

গিরিজা কছু মন ভেদ বঢায়ো।
উৎসব মোর, ন শনি তুহী ভায়ো॥

কহত লগে শনি, মন সকুচাঈ।
কা করিহৌ, শিশু মোহি দিখাঈ॥

নহিং বিশ্বাস, উমা উর ভয়ঊ।
শনি সোং বালক দেখন কহয়ঊ॥

পদতহিং শনি দৃগ কোণ প্রকাশা।
বালক সির উড়ি গয়ো অকাশা॥

গিরিজা গিরী বিকল হবৈ ধরণী।
সো দুঃখ দশা গয়ো নহীং বরণী॥

হাহাকার মচ্যৌ কৈলাশা।
শনি কীন্হোং লখি সুত কো নাশা॥

তুরত গরুড় চঢ়ি বিষ্ণু সিধায়ো।
কাটী চক্র সো গজ সির লায়ে॥

বালক কে ধড় ঊপর ধারয়ো।
প্রাণ মন্ত্র পঢ়ি শঙ্কর ডারয়ো॥

নাম গণেশ শম্ভু তব কীন্হে।
প্রথম পূজ্য বুদ্ধি নিধি, বর দীন্হে॥

বুদ্ধি পরীক্ষা জব শিব কীন্হা।
পৃথ্বী কর প্রদক্ষিণা লীন্হা॥

চলে ষডানন, ভরমি ভুলাঈ।
রচে বৈঠ তুম বুদ্ধি উপাঈ॥

চরণ মাতু-পিতু কে ধর লীন্হেং।
তিনকে সাত প্রদক্ষিণ কীন্হেং॥

ধনি গণেশ কহী শিব হিয়ে হরষে।
নভ তে সুরন সুমন বহু বরসে॥

তুম্হরী মহিমা বুদ্ধি বড়াঈ।
শেষ সহসমুখ সকে ন গাঈ॥

মৈং মতিহীন মলীন দুখারী।
করহূং কৌন বিধি বিনয় তুম্হারী॥

ভজত রামসুন্দর প্রভুদাসা।
জগ প্রয়াগ, ককরা, দুর্বাসা॥

অব প্রভু দয়া দীনা পর কীজৈ।
অপনী শক্তি ভক্তি কুছ দীজৈ॥

॥ দোহা ॥

শ্রী গণেশ যহ চালীসা, পাঠ করৈ কর ধ্যান।
নিত নব মঙ্গল গৃহ বসৈ, লহে জগত সন্মান॥

সম্বন্ধ অপনে সহস্র দশ, ঋষি পঞ্চমী দিনেশ।
পূরণ চালীসা ভয়ো, মঙ্গল মূর্তী গণেশ॥

Shree Ganesha Chalisa - শ্রী গণেশ চ্যালিসা - Ganesh Ji | Adhyatmic