Shree Hanuman Chalisa

Shree Hanuman Chalisa

শ্রী হনুমান চालीসা

Hanuman JiBengali

শ্রী হনুমান চালীসা হল একটি পবিত্র স্তোত্র যা হনুমান জির প্রতি নিবেদিত। এটি ভক্তদের মানসিক শক্তি, সাহস ও বিপদ থেকে মুক্তির আশ্বাস প্রদান করে, এবং যারা এই স্তোত্র পাঠ করেন তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনে।

0 views
॥ দোহা ॥

শ্রী গুরু চরন সরোজ রজ, নিজ মনু মুকুর সুধারি।
বরনউং রঘুবর বিমল জসু, জো দায়কু ফল চারি॥

বুদ্ধিহীন তনু জানিকৈ, সুমিরৌং পবন-কুমার।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহিং, হরহু কলেশ বিকার॥

॥ চৌপাঈ ॥

জয় হনুমান জ্ঞান গুণ সাগর।
জয় কপীস তিহুঁ লোক উজাগর॥

রাম দূত অতুলিত বল ধামা।
অঞ্জনি-পুত্র পবনসুত নামা॥

মহাবীর বিক্রম বজরঙ্গী।
কুমতি নিবার সুমতি কে সঙ্গী॥

কঞ্চন বরন বিরাজ সুবেসা।
কানন কুণ্ডল কুঞ্চিত কেসা॥

হাথ বজ্র ঔ ধ্বজা বিরাজৈ।
কাঁধে মূঁজ জনেঊ সাজৈ॥

শঙ্কর সুবন কেসরীনন্দন।
তেজ প্রতাপ মহা জগ বন্দন॥

বিদ্যাবান গুণী অতি চাতুর।
রাম কাজ করিবে কো আতুর॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া।
রাম লখন সীতা মন বসিয়া॥

সূক্ষ্ম রুপ ধরি সিয়হিং দিখাবা।
বিকট রুপ ধরি লঙ্ক জরাবা॥

ভীম রুপ ধরি অসুর সংহারে।
রামচন্দ্র কে কাজ সংবারে॥

লায় সজীবন লখন জিয়ায়ে।
শ্রীরঘুবীর হরষি উর লায়ে॥

রঘুপতি কীন্হী বহুত বড়াঈ।
তুম মম প্রিয় ভরতহি সম ভাঈ॥

সহস বদন তুম্হরো যশ গাবৈং।
অস কহি শ্রী পতি কণ্ঠ লগাবৈং॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীসা।
নারদ সারদ সহিত অহীসা॥

জম কুবের দিকপাল জহাং তে।
কবি কোবিদ কহি সকে কহাং তে॥

তুম উপকার সুগ্রীবহিং কীন্হা।
রাম মিলায় রাজ পদ দীন্হা॥

তুম্হরো মন্ত্র বিভীষন মানা।
লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা॥

জুগ সহস্র যোজন পর ভানূ।
লীল্যো তাহি মধুর ফ়ল জানূ॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীং।
জলধি লাঙ্ঘি গএ অচরজ নাহীং॥

দুর্গম কাজ জগত কে জেতে।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে॥

রাম দুআরে তুম রখবারে।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে॥

সব সুখ লহৈ তুম্হারী সরনা।
তুম রক্ষক কাহূ কো ডরনা॥

আপন তেজ সম্হারো আপৈ।
তীনোং লোক হাঙ্ক তেং কাম্পৈ॥

ভূত পিশাচ নিকট নহিং আবৈ।
মহাবীর জব নাম সুনাবৈ॥

নাসৈ রোগ হরৈ সব পীরা।
জপত নিরন্তর হনুমত বীরা॥

সঙ্কট তে হনুমান ছুড়াবৈ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ॥

সব পর রাম তপস্বী রাজা।
তিন কে কাজ সকল তুম সাজা॥

ঔর মনোরথ জো কোঈ লাবৈ।
সোই অমিত জীবন ফ়ল পাবৈ॥

চারোং জুগ পরতাপ তুম্হারা।
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা॥

সাধু সন্ত কে তুম রখবারে।
অসুর নিকন্দন রাম দুলারে॥

অষ্ট সিদ্ধি নবনিধি কে দাতা।
অস বর দীন জানকী মাতা॥

রাম রসায়ন তুম্হরে পাসা।
সদা রহো রঘুপতি কে দাসা॥

তুম্হরে ভজন রাম কো পাবৈ।
জনম জনম কে দুখ বিসরাবৈ॥

অন্তকাল রঘুবর পুর জাঈ।
জহাঁ জন্ম হরি-ভক্ত কহাঈ॥

ঔর দেবতা চিত্ত ন ধরঈ।
হনুমত সেঈ সর্ব সুখ করঈ॥

সঙ্কট কটৈ মিটৈ সব পীরা।
জো সুমিরৈ হনুমত বলবীরা॥

জয় জয় জয় হনুমান গোসাঈ।
কৃপা করহু গুরুদেব কী নাঈ॥

জো শত বার পাঠ কর কোঈ।
ছূটহিং বন্দি মহা সুখ হোঈ॥

জো যহ পঢ়ৈ হনুমান চালীসা।
হোয় সিদ্ধি সাখী গৌরীসা॥

তুলসীদাস সদা হরি চেরা।
কীজৈ নাথ হৃদয় মহঁ ডেরা॥

॥ দোহা ॥

পবনতনয় সঙ্কট হরন, মঙ্গল মূরতি রুপ।
রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥

Shree Hanuman Chalisa - শ্রী হনুমান চालीসা - Hanuman Ji | Adhyatmic