Shri Bhairava Chalisa

Shri Bhairava Chalisa

শ্রী ভৈরব চালিসা

BhairavBengali

শ্রী ভৈরব চালিসা ভৈরব দেবের উদ্দেশ্যে নিবেদিত একটি পবিত্র স্তোত্র। এই স্তোত্র পাঠ করলে ভক্তরা ভৈরবের আশীর্বাদ লাভ করেন এবং মানসিক শান্তি, সাফল্য ও রক্ষা লাভ করেন।

0 views
॥ দোহা ॥

শ্রী ভৈরব সঙ্কট হরন, মঙ্গল করন কৃপালু।
করহু দয়া জি দাস পে, নিশিদিন দীনদয়ালু॥

॥ চৌপাঈ ॥

জয় ডমরূধর নয়ন বিশালা।
শ্যাম বর্ণ, বপু মহা করালা॥

জয় ত্রিশূলধর জয় ডমরূধর।
কাশী কোতবাল, সঙ্কটহর॥

জয় গিরিজাসুত পরমকৃপালা।
সঙ্কটহরণ হরহু ভ্রমজালা॥

জয়তি বটুক ভৈরব ভয়হারী।
জয়তি কাল ভৈরব বলধারী॥

অষ্টরূপ তুম্হরে সব গায়েং।
সকল এক তে এক সিবায়ে॥

শিবস্বরূপ শিব কে অনুগামী।
গণাধীশ তুম সবকে স্বামী॥

জটাজূট পর মুকুট সুহাবৈ।
ভালচন্দ্র অতি শোভা পাবৈ॥

কটি করধনী ঘুঁঘরূ বাজৈ।
দর্শন করত সকল ভয় ভাজৈ॥

কর ত্রিশূল ডমরূ অতি সুন্দর।
মোরপঙ্খ কো চংবর মনোহর॥

খপ্পর খড্গ লিয়ে বলবানা।
রূপ চতুর্ভুজ নাথ বখানা॥

বাহন শ্বান সদা সুখরাসী।
তুম অনন্ত প্রভু তুম অবিনাশী॥

জয় জয় জয় ভৈরব ভয় ভঞ্জন।
জয় কৃপালু ভক্তন মনরঞ্জন॥

নয়ন বিশাল লাল অতি ভারী।
রক্তবর্ণ তুম অহহু পুরারী॥

বং বং বং বোলত দিনরাতী।
শিব কহঁ ভজহু অসুর আরাতী॥

একরূপ তুম শম্ভু কহায়ে।
দূজে ভৈরব রূপ বনায়ে॥

সেবক তুমহিং তুমহিং প্রভু স্বামী।
সব জগ কে তুম অন্তর্যামী॥

রক্তবর্ণ বপু অহহি তুম্হারা।
শ্যামবর্ণ কহুং হোঈ প্রচারা॥

শ্বেতবর্ণ পুনি কহা বখানী।
তীনি বর্ণ তুম্হরে গুণখানী॥

তীনি নয়ন প্রভু পরম সুহাবহিং।
সুরনর মুনি সব ধ্যান লগাবহিং॥

ব্যাঘ্র চর্মধর তুম জগ স্বামী।
প্রেতনাথ তুম পূর্ণ অকামী॥

চক্রনাথ নকুলেশ প্রচণ্ডা।
নিমিষ দিগম্বর কীরতি চণ্ডা॥

ক্রোধবৎস ভূতেশ কালধর।
চক্রতুণ্ড দশবাহু ব্যালধর॥

অহহিং কোটি প্রভু নাম তুম্হারে।
জয়ত সদা মেটত দুঃখ ভারে॥

চৌংসঠ যোগিনী নাচহিং সঙ্গা।
ক্রোধবান তুম অতি রণরঙ্গা॥

ভূতনাথ তুম পরম পুনীতা।
তুম ভবিষ্য তুম অহহূ অতীতা॥

বর্তমান তুম্হরো শুচি রূপা।
কালজয়ী তুম পরম অনূপা॥

ঐলাদী কো সঙ্কট টার্যো।
সাদ ভক্ত কো কারজ সারয়ো॥

কালীপুত্র কহাবহু নাথা।
তব চরণন নাবহুং নিত মাথা॥

শ্রী ক্রোধেশ কৃপা বিস্তারহু।
দীন জানি মোহি পার উতারহু॥

ভবসাগর বূঢত দিনরাতী।
হোহু কৃপালু দুষ্ট আরাতী॥

সেবক জানি কৃপা প্রভু কীজৈ।
মোহিং ভগতি অপনী অব দীজৈ॥

করহুঁ সদা ভৈরব কী সেবা।
তুম সমান দূজো কো দেবা॥

অশ্বনাথ তুম পরম মনোহর।
দুষ্টন কহঁ প্রভু অহহু ভয়ঙ্কর॥

তম্হরো দাস জহাঁ জো হোঈ।
তাকহঁ সঙ্কট পরৈ ন কোঈ॥

হরহু নাথ তুম জন কী পীরা।
তুম সমান প্রভু কো বলবীরা॥

সব অপরাধ ক্ষমা করি দীজৈ।
দীন জানি আপুন মোহিং কীজৈ॥

জো যহ পাঠ করে চালীসা।
তাপৈ কৃপা করহু জগদীশা॥

॥ দোহা ॥

জয় ভৈরব জয় ভূতপতি, জয় জয় জয় সুখকন্দ।
করহু কৃপা নিত দাস পে, দেহুং সদা আনন্দ॥

Shri Bhairava Chalisa - শ্রী ভৈরব চালিসা - Bhairav | Adhyatmic