Shri Giriraj Chalisa

Shri Giriraj Chalisa

শ্রী গিরিরাজ চালীসা

Govardhan MaharajBengali

শ্রী গিরিরাজ চালীসা হলো একটি পূজনীয় হিম, যা শ্রী গিরিরাজের প্রতি নিবেদিত। এই চালীসা পাঠ করলে ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন, যা জীবনে সুখ ও সাফল্য আনে।

0 views
॥ দোহা ॥

বন্দহুঁ বীণা বাদিনী, ধরি গণপতি কো ধ্যান।
মহাশক্তি রাধা সহিত, কৃষ্ণ করৌ কল্যাণ॥

সুমিরন করি সব দেবগণ, গুরু পিতু বারম্বার।
বরনৌ শ্রীগিরিরাজ যশ, নিজ মতি কে অনুসার॥

॥ চৌপাঈ ॥

জয় হো জয় বন্দিত গিরিরাজা।
ব্রজ মণ্ডল কে শ্রী মহারাজা॥

বিষ্ণু রূপ তুম হো অবতারী।
সুন্দরতা পৈ জগ বলিহারী॥

স্বর্ণ শিখর অতি শোভা পামেং।
সুর মুনি গণ দরশন কূং আমেং॥

শান্ত কন্দরা স্বর্গ সমানা।
জহাঁ তপস্বী ধরতে ধ্যানা॥

দ্রোণগিরি কে তুম যুবরাজা।
ভক্তন কে সাধৌ হৌ কাজা॥

মুনি পুলস্ত্য জী কে মন ভায়ে।
জোর বিনয় কর তুম কূঁ লায়ে॥

মুনিবর সঙ্ঘ জব ব্রজ মেং আয়ে।
লখি ব্রজভূমি যহাঁ ঠহরায়ে॥

বিষ্ণু ধাম গৌলোক সুহাবন।
যমুনা গোবর্ধন বৃন্দাবন॥

দেখ দেব মন মেং ললচায়ে।
বাস করন বহু রূপ বনায়ে॥

কোউ বানর কোউ মৃগ কে রূপা।
কোউ বৃক্ষ কোউ লতা স্বরূপা॥

আনন্দ লেং গোলোক ধাম কে।
পরম উপাসক রূপ নাম কে॥

দ্বাপর অন্ত ভয়ে অবতারী।
কৃষ্ণচন্দ্র আনন্দ মুরারী॥

মহিমা তুম্হরী কৃষ্ণ বখানী।
পূজা করিবে কী মন ঠানী॥

ব্রজবাসী সব কে লিয়ে বুলাঈ।
গোবর্দ্ধন পূজা করবাঈ॥

পূজন কূঁ ব্যঞ্জন বনবায়ে।
ব্রজবাসী ঘর ঘর তে লায়ে॥

গ্বাল বাল মিলি পূজা কীনী।
সহস ভুজা তুমনে কর লীনী॥

স্বয়ং প্রকট হো কৃষ্ণ পূজা মেং।
মাঁগ মাঁগ কে ভোজন পামেং॥

লখি নর নারি মন হরষামেং।
জৈ জৈ জৈ গিরিবর গুণ গামেং॥

দেবরাজ মন মেং রিসিয়াএ।
নষ্ট করন ব্রজ মেঘ বুলাএ॥

ছাঁয়া কর ব্রজ লিয়ৌ বচাঈ।
একউ বূঁদ ন নীচে আঈ॥

সাত দিবস ভঈ বরসা ভারী।
থকে মেঘ ভারী জল ধারী॥

কৃষ্ণচন্দ্র নে নখ পৈ ধারে।
নমো নমো ব্রজ কে রখবারে॥

করি অভিমান থকে সুরসাঈ।
ক্ষমা মাঁগ পুনি অস্তুতি গাঈ॥

ত্রাহি মাম্ মৈং শরণ তিহারী।
ক্ষমা করো প্রভু চূক হমারী॥

বার বার বিনতী অতি কীনী।
সাত কোস পরিকম্মা দীনী॥

সঙ্গ সুরভি ঐরাবত লায়ে।
হাথ জোড় কর ভেণ্ট গহায়ে॥

অভয় দান পা ইন্দ্র সিহায়ে।
করি প্রণাম নিজ লোক সিধায়ে॥

জো যহ কথা সুনৈং চিত লাবেং।
অন্ত সময় সুরপতি পদ পাবেং॥

গোবর্দ্ধন হৈ নাম তিহারৌ।
করতে ভক্তন কৌ নিস্তারৌ॥

জো নর তুম্হরে দর্শন পাবেং।
তিনকে দুঃখ দূর হ্বৈ জাবেং॥

কুণ্ডন মেং জো করেং আচমন।
ধন্য ধন্য বহ মানব জীবন॥

মানসী গঙ্গা মেং জো ন্হাবেং।
সীধে স্বর্গ লোক কূঁ জাবেং॥

দূধ চঢ়া জো ভোগ লগাবেং।
আধি ব্যাধি তেহি পাস ন আবেং॥

জল ফল তুলসী পত্র চঢ়াবেং।
মন বাঞ্ছিত ফল নিশ্চয় পাবেং॥

জো নর দেত দূধ কী ধারা।
ভরৌ রহে তাকৌ ভণ্ডারা॥

করেং জাগরণ জো নর কোঈ।
দুখ দরিদ্র ভয় তাহি ন হোঈ॥

'শ্যাম' শিলাময় নিজ জন ত্রাতা।
ভক্তি মুক্তি সরবস কে দাতা॥

পুত্র হীন জো তুম কূঁ ধ্যাবেং।
তাকূঁ পুত্র প্রাপ্তি হ্বৈ জাবেং॥

দণ্ডৌতী পরিকম্মা করহীং।
তে সহজহি ভবসাগর তরহীং॥

কলি মেং তুম সম দেব ন দূজা।
সুর নর মুনি সব করতে পূজা॥

॥ দোহা ॥

জো যহ চালীসা পঢ়ৈ, সুনৈ শুদ্ধ চিত্ত লায়।
সত্য সত্য যহ সত্য হৈ, গিরিবর করৈ সহায়॥

ক্ষমা করহুঁ অপরাধ মম, ত্রাহি মাম্ গিরিরাজ।
শ্যাম বিহারী শরণ মেং, গোবর্দ্ধন মহারাজ॥