Shri Gopala Chalisa

Shri Gopala Chalisa

শ্রী গোপাল চালিসা

KrishnaBengali

শ্রী গোপাল চালিসা ভগবান গোপালের প্রতি নিবেদিত একটি ভক্তিমূলক স্তোত্র। এই স্তোত্রের পাঠ করলে ভক্তের মন শান্ত হয় এবং ভগবান গোপালের আশীর্বাদ লাভের মাধ্যমে জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য আসে।

1 views
॥ দোহা ॥

শ্রী রাধাপদ কমল রজ, সির ধরি যমুনা কূল।
বরণো চালীসা সরস, সকল সুমঙ্গল মূল॥

॥ চৌপাঈ ॥

জয় জয় পূরণ ব্রহ্ম বিহারী।
দুষ্ট দলন লীলা অবতারী॥

জো কোঈ তুম্হরী লীলা গাবৈ।
বিন শ্রম সকল পদারথ পাবৈ॥

শ্রী বসুদেব দেবকী মাতা।
প্রকট ভয়ে সঙ্গ হলধর ভ্রাতা॥

মথুরা সোং প্রভু গোকুল আয়ে।
নন্দ ভবন মেং বজত বধায়ে॥

জো বিষ দেন পূতনা আঈ।
সো মুক্তি দৈ ধাম পঠাঈ॥

তৃণাবর্ত রাক্ষস সংহার্যৌ।
পগ বঢ়ায় সকটাসুর মার্যৌ॥

খেল খেল মেং মাটী খাঈ।
মুখ মেং সব জগ দিয়ো দিখাঈ॥

গোপিন ঘর ঘর মাখন খায়ো।
জসুমতি বাল কেলি সুখ পায়ো॥

ঊখল সোং নিজ অঙ্গ বঁধাঈ।
যমলার্জুন জড় যোনি ছুড়াঈ॥

বকা অসুর কী চোঞ্চ বিদারী।
বিকট অঘাসুর দিয়ো সঁহারী॥

ব্রহ্মা বালক বৎস চুরায়ে।
মোহন কো মোহন হিত আয়ে॥

বাল বৎস সব বনে মুরারী।
ব্রহ্মা বিনয় করী তব ভারী॥

কালী নাগ নাথি ভগবানা।
দাবানল কো কীন্হোং পানা॥

সখন সঙ্গ খেলত সুখ পায়ো।
শ্রীদামা নিজ কন্ধ চঢ়ায়ো॥

চীর হরন করি সীখ সিখাঈ।
নখ পর গিরবর লিয়ো উঠাঈ॥

দরশ যজ্ঞ পত্নিন কো দীন্হোং।
রাধা প্রেম সুধা সুখ লীন্হোং॥

নন্দহিং বরুণ লোক সোং লায়ে।
গ্বালন কো নিজ লোক দিখায়ে॥

শরদ চন্দ্র লখি বেণু বজাঈ।
অতি সুখ দীন্হোং রাস রচাঈ॥

অজগর সোং পিতু চরণ ছুড়ায়ো।
শঙ্খচূড় কো মূড় গিরায়ো॥

হনে অরিষ্টা সুর অরু কেশী।
ব্যোমাসুর মার্যো ছল বেষী॥

ব্যাকুল ব্রজ তজি মথুরা আয়ে।
মারি কংস যদুবংশ বসায়ে॥

মাত পিতা কী বন্দি ছুড়াঈ।
সান্দীপনি গৃহ বিদ্যা পাঈ॥

পুনি পঠয়ৌ ব্রজ ঊধৌ জ্ঞানী।
প্রেম দেখি সুধি সকল ভুলানী॥

কীন্হীং কুবরী সুন্দর নারী।
হরি লায়ে রুক্মিণি সুকুমারী॥

ভৌমাসুর হনি ভক্ত ছুড়ায়ে।
সুরন জীতি সুরতরু মহি লায়ে॥

দন্তবক্র শিশুপাল সংহারে।
খগ মৃগ নৃগ অরু বধিক উধারে॥

দীন সুদামা ধনপতি কীন্হোং।
পারথ রথ সারথি যশ লীন্হোং॥

গীতা জ্ঞান সিখাবন হারে।
অর্জুন মোহ মিটাবন হারে॥

কেলা ভক্ত বিদুর ঘর পায়ো।
যুদ্ধ মহাভারত রচবায়ো॥

দ্রুপদ সুতা কো চীর বঢ়ায়ো।
গর্ভ পরীক্ষিত জরত বচায়ো॥

কচ্ছ মচ্ছ বারাহ অহীশা।
বাবন কল্কী বুদ্ধি মুনীশা॥

হ্বৈ নৃসিংহ প্রহ্লাদ উবার্যো।
রাম রুপ ধরি রাবণ মার্যো॥

জয় মধু কৈটভ দৈত্য হনৈয়া।
অম্বরীয় প্রিয় চক্র ধরৈয়া॥

ব্যাধ অজামিল দীন্হেং তারী।
শবরী অরু গণিকা সী নারী॥

গরুড়াসন গজ ফন্দ নিকন্দন।
দেহু দরশ ধ্রুব নয়নানন্দন॥

দেহু শুদ্ধ সন্তন কর সঙ্গা।
বাঢ়ৈ প্রেম ভক্তি রস রঙ্গা॥

দেহু দিব্য বৃন্দাবন বাসা।
ছূটৈ মৃগ তৃষ্ণা জগ আশা॥

তুম্হরো ধ্যান ধরত শিব নারদ।
শুক সনকাদিক ব্রহ্ম বিশারদ॥

জয় জয় রাধারমণ কৃপালা।
হরণ সকল সঙ্কট ভ্রম জালা॥

বিনসৈং বিঘন রোগ দুঃখ ভারী।
জো সুমরৈং জগপতি গিরধারী॥

জো সত বার পঢ়ৈ চালীসা।
দেহি সকল বাঁছিত ফল শীশা॥

॥ ছন্দ ॥

গোপাল চালীসা পঢ়ৈ নিত, নেম সোং চিত্ত লাবঈ।
সো দিব্য তন ধরি অন্ত মহঁ, গোলোক ধাম সিধাবঈ॥

সংসার সুখ সম্পত্তি সকল, জো ভক্তজন সন মহঁ চহৈং।
'জয়রামদেব' সদৈব সো, গুরুদেব দায়া সোং লহৈং॥

॥ দোহা ॥

প্রণত পাল অশরণ শরণ, করুণা-সিন্ধু ব্রজেশ।
চালীসা কে সঙ্গ মোহি, অপনাবহু প্রাণেশ॥