
Shri Jaharveer Chalisa
শ্রী জহরবীর চालीসা
শ্রী জহরবীর চালীসা হল একটি পবিত্র গীতি যা শ্রী জহরবীরের প্রতি নিবেদিত। শ্রী জহরবীর হলেন একটি শক্তিশালী দেবতা, যিনি বীরত্ব, সাহস এবং ন্যায়ের প্রতীক। তাঁকে বিশেষভাবে ভক্তি করার মাধ্যমে একাধিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। এই চালীসা পাঠের মাধ্যমে ভক্তরা তাঁর আশীর্বাদ লাভ করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে শক্তি ও সাহস অর্জন করতে পারে। শ্রী জহরবীর চালীসা পাঠের প্রধান উদ্দেশ্য হল ভক্তদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এটি পঠন করলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায়। নিয়মিত এই চালীসা পাঠ করলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং সুখ-শান্তি লাভ হয়। বিশেষ করে, যখন জীবনে দুর্দশা বা অনিশ্চয়তা দেখা দেয়, তখন এই চালীসা পাঠ করা অত্যন্ত লাভজনক। এই চালীসা সাধারণত মঙ্গলবার ও শনিবার পড়া হয়, যা জহরবীরের প্রতি বিশেষভাবে উৎসর্গিত দিন। পঠন করার সময় একটি পরিষ্কার স্থান নির্বাচন করা উচিত এবং মনকে শান্ত করে, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পাঠ করা উচিত। শ্রী জহরবীরের
সুবন কেহরী জেবর, সুত মহাবলী রনধীর।
বন্দৌং সুত রানী বাছলা, বিপত নিবারণ বীর॥
জয় জয় জয় চৌহান, বন্স গূগা বীর অনূপ।
অনঙ্গপাল কো জীতকর, আপ বনে সুর ভূপ॥
॥ চৌপাঈ ॥
জয় জয় জয় জাহর রণধীরা।
পর দুখ ভঞ্জন বাগড় বীরা॥
গুরু গোরখ কা হৈ বরদানী।
জাহরবীর জোধা লাসানী॥
গৌরবরণ মুখ মহা বিশালা।
মাথে মুকট ঘুঙ্ঘরালে বালা॥
কান্ধে ধনুষ গলে তুলসী মালা।
কমর কৃপান রক্ষা কো ডালা॥
জন্মেং গূগাবীর জগ জানা।
ঈসবী সন হজার দরমিয়ানা॥
বল সাগর গুণ নিধি কুমারা।
দুখী জনোং কা বনা সহারা॥
বাগড় পতি বাছলা নন্দন।
জেবর সুত হরি ভক্ত নিকন্দন॥
জেবর রাব কা পুত্র কহায়ে।
মাতা পিতা কে নাম বঢ়ায়ে॥
পূরন হুঈ কামনা সারী।
জিসনে বিনতী করী তুম্হারী॥
সন্ত উবারে অসুর সংহারে।
ভক্ত জনোং কে কাজ সংবারে॥
গূগাবীর কী অজব কহানী।
জিসকো ব্যাহী শ্রীয়ল রানী॥
বাছল রানী জেবর রানা।
মহাদুঃখী থে বিন সন্তানা॥
ভঙ্গিন নে জব বোলী মারী।
জীবন হো গয়া উনকো ভারী॥
সূখা বাগ পড়া নৌলক্খা।
দেখ-দেখ জগ কা মন দুক্খা॥
কুছ দিন পীছে সাধূ আয়ে।
চেলা চেলী সঙ্গ মেং লায়ে॥
জেবর রাব নে কুআ বনবায়া।
উদ্ঘাটন জব করনা চাহা॥
খারী নীর কুএ সে নিকলা।
রাজা রানী কা মন পিঘলা॥
রানী তব জ্যোতিষী বুলবায়া।
কৌন পাপ মৈং পুত্র ন পায়া॥
কোঈ উপায় হমকো বতলাও।
উন কহা গোরখ গুরু মনাও॥
গুরু গোরখ জো খুশ হো জাঈ।
সন্তান পানা মুশ্কিল নাঈ॥
বাছল রানী গোরখ গুন গাবে।
নেম ধর্ম কো ন বিসরাবে॥
করে তপস্যা দিন ঔর রাতী।
এক বক্ত খায় রূখী চপাতী॥
কার্তিক মাঘ মেং করে স্নানা।
ব্রত ইকাদসী নহীং ভুলানা॥
পূরনমাসী ব্রত নহীং ছোড়ে।
দান পুণ্য সে মুখ নহীং মোড়ে॥
চেলোং কে সঙ্গ গোরখ আয়ে।
নৌলখে মেং তম্বূ তনবায়ে॥
মীঠা নীর কুএ কা কীনা।
সূখা বাগ হরা কর দীনা॥
মেবা ফল সব সাধু খাএ।
অপনে গুরু কে গুন কো গায়ে॥
ঔঘড় ভিক্ষা মাঙ্গনে আএ।
বাছল রানী নে দুখ সুনায়ে॥
ঔঘড় জান লিয়ো মন মাহীং।
তপ বল সে কুছ মুশ্কিল নাহীং॥
রানী হোবে মনসা পূরী।
গুরু শরণ হৈ বহুত জরূরী॥
বারহ বরস জপা গুরু নামা।
তব গোরখ নে মন মেং জানা॥
পুত্র দেন কী হামী ভর লী।
পূরনমাসী নিশ্চয় কর লী॥
কাছল কপটিন গজব গুজারা।
ধোখা গুরু সঙ্গ কিয়া করারা॥
বাছল বনকর পুত্র পায়া।
বহন কা দরদ জরা নহীং আয়া॥
ঔঘড় গুরু কো ভেদ বতায়া।
তব বাছল নে গূগল পায়া॥
কর পরসাদী দিয়া গূগল দানা।
অব তুম পুত্র জনো মরদানা॥
লীলী ঘোড়ী ঔর পণ্ডতানী।
লূনা দাসী নে ভী জানী॥
রানী গূগল বাট কে খাঈ।
সব বাঞ্ঝোং কো মিলী দবাঈ॥
নরসিংহ পণ্ডিত লীলা ঘোড়া।
ভজ্জু কুতবাল জনা রণধীরা॥
রূপ বিকট ধর সব হী ডরাবে।
জাহরবীর কে মন কো ভাবে॥
ভাদোং কৃষ্ণ জব নৌমী আঈ।
জেবররাব কে বজী বধাঈ॥
বিবাহ হুআ গূগা ভয়ে রানা।
সঙ্গলদীপ মেং বনে মেহমানা॥
রানী শ্রীয়ল সঙ্গ পরে ফেরে।
জাহর রাজ বাগড় কা করে॥
অরজন সরজন কাছল জনে।
গূগা বীর সে রহে বে তনে॥
দিল্লী গএ লড়নে কে কাজা।
অনঙ্গ পাল চঢ়ে মহারাজা॥
উসনে ঘেরী বাগড় সারী।
জাহরবীর ন হিম্মত হারী॥
অরজন সরজন জান সে মারে।
অনঙ্গপাল নে শস্ত্র ডারে॥
চরণ পকড়কর পিণ্ড ছুড়ায়া।
সিংহ ভবন মাড়ী বনবায়া॥
উসীমেং গূগাবীর সমায়ে।
গোরখ টীলা ধূনী রমায়ে॥
পুণ্য বান সেবক বহাঁ আয়ে।
তন মন ধন সে সেবা লাএ॥
মনসা পূরী উনকী হোঈ।
গূগাবীর কো সুমরে জোঈ॥
চালীস দিন পঢ়ে জাহর চালীসা।
সারে কষ্ট হরে জগদীসা॥
দূধ পূত উন্হেং দে বিধাতা।
কৃপা করে গুরু গোরখনাথ॥