Shri Parashurama Chalisa

Shri Parashurama Chalisa

শ্রী পরশুরাম চালিসা

ParashuramBengali

শ্রী পরশুরাম চালিসা হ’ল দেবতা শ্রী পরশুরামের প্রতি নিবেদিত একটি গীতিকাব্য। এটি ভক্তদের জন্য শক্তি, সাহস এবং দুষ্টতার বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা প্রদান করে, যা জীবনে শান্তি ও সমৃদ্ধি আনে।

0 views
॥ দোহা ॥

শ্রী গুরু চরণ সরোজ ছবি, নিজ মন মন্দির ধারি।
সুমরি গজানন শারদা, গহি আশিষ ত্রিপুরারি॥

বুদ্ধিহীন জন জানিয়ে, অবগুণোং কা ভণ্ডার।
বরণোং পরশুরাম সুয়শ, নিজ মতি কে অনুসার॥

॥ চৌপাঈ ॥

জয় প্রভু পরশুরাম সুখ সাগর।
জয় মুনীশ গুণ জ্ঞান দিবাকর॥

ভৃগুকুল মুকুট বিকট রণধীরা।
ক্ষত্রিয় তেজ মুখ সন্ত শরীরা॥

জমদগ্নী সুত রেণুকা জায়া।
তেজ প্রতাপ সকল জগ ছায়া॥

মাস বৈসাখ সিত পচ্ছ উদারা।
তৃতীয়া পুনর্বসু মনুহারা॥

প্রহর প্রথম নিশা শীত ন ঘামা।
তিথি প্রদোষ ব্যাপি সুখধামা॥

তব ঋষি কুটীর রূদন শিশু কীন্হা।
রেণুকা কোখি জনম হরি লীন্হা॥

নিজ ঘর উচ্চ গ্রহ ছঃ ঠাঢ়ে।
মিথুন রাশি রাহু সুখ গাঢ়ে॥

তেজ-জ্ঞান মিল নর তনু ধারা।
জমদগ্নী ঘর ব্রহ্ম অবতারা॥

ধরা রাম শিশু পাবন নামা।
নাম জপত জগ লহ বিশ্রামা॥

ভাল ত্রিপুণ্ড জটা সির সুন্দর।
কান্ধে মুঞ্জ জনেঊ মনহর॥

মঞ্জু মেখলা কটি মৃগছালা।
রূদ্র মালা বর বক্ষ বিশালা॥

পীত বসন সুন্দর তনু সোহেং।
কন্ধ তুণীর ধনুষ মন মোহেং॥

বেদ-পুরাণ-শ্রুতি-স্মৃতি জ্ঞাতা।
ক্রোধ রূপ তুম জগ বিখ্যাতা॥

দায়েং হাথ শ্রীপরশু উঠাবা।
বেদ-সংহিতা বায়েং সুহাবা॥

বিদ্যাবান গুণ জ্ঞান অপারা।
শাস্ত্র-শস্ত্র দোউ পর অধিকারা॥

ভুবন চারিদস অরু নবখণ্ডা।
চহুং দিশি সুয়শ প্রতাপ প্রচণ্ডা॥

এক বার গণপতি কে সঙ্গা।
জূঝে ভৃগুকুল কমল পতঙ্গা॥

দান্ত তোড় রণ কীন্হ বিরামা।
এক দন্ত গণপতি ভয়ো নামা॥

কার্তবীর্য অর্জুন ভূপালা।
সহস্রবাহু দুর্জন বিকরালা॥

সুরগঊ লখি জমদগ্নী পাংহীং।
রখিহহুং নিজ ঘর ঠানি মন মাংহীং॥

মিলী ন মাঙ্গি তব কীন্হ লড়াঈ।
ভয়ো পরাজিত জগত হংসাঈ॥

তন খল হৃদয় ভঈ রিস গাঢ়ী।
রিপুতা মুনি সৌং অতিসয় বাঢ়ী॥

ঋষিবর রহে ধ্যান লবলীনা।
তিন্হ পর শক্তিঘাত নৃপ কীন্হা॥

লগত শক্তি জমদগ্নী নিপাতা।
মনহুং ক্ষত্রিকুল বাম বিধাতা॥

পিতু-বধ মাতু-রূদন সুনি ভারা।
ভা অতি ক্রোধ মন শোক অপারা॥

কর গহি তীক্ষণ পরশু করালা।
দুষ্ট হনন কীন্হেউ তৎকালা॥

ক্ষত্রিয় রুধির পিতু তর্পণ কীন্হা।
পিতু-বধ প্রতিশোধ সুত লীন্হা॥

ইক্কীস বার ভূ ক্ষত্রিয় বিহীনী।
ছীন ধরা বিপ্রন্হ কহঁ দীনী॥

জুগ ত্রেতা কর চরিত সুহাঈ।
শিব-ধনু ভঙ্গ কীন্হ রঘুরাঈ॥

গুরু ধনু ভঞ্জক রিপু করি জানা।
তব সমূল নাশ তাহি ঠানা॥

কর জোরি তব রাম রঘুরাঈ।
বিনয় কীন্হী পুনি শক্তি দিখাঈ॥

ভীষ্ম দ্রোণ কর্ণ বলবন্তা।
ভয়ে শিষ্যা দ্বাপর মহঁ অনন্তা॥

শাস্ত্র বিদ্যা দেহ সুয়শ কমাবা।
গুরু প্রতাপ দিগন্ত ফিরাবা॥

চারোং যুগ তব মহিমা গাঈ।
সুর মুনি মনুজ দনুজ সমুদাঈ॥

দে কশ্যপ সোং সম্পদা ভাঈ।
তপ কীন্হা মহেন্দ্র গিরি জাঈ॥

অব লৌং লীন সমাধি নাথা।
সকল লোক নাবই নিত মাথা॥

চারোং বর্ণ এক সম জানা।
সমদর্শী প্রভু তুম ভগবানা॥

ললহিং চারি ফল শরণ তুম্হারী।
দেব দনুজ নর ভূপ ভিখারী॥

জো যহ পঢ়ৈ শ্রী পরশু চালীসা।
তিন্হ অনুকূল সদা গৌরীসা॥

পৃর্ণেন্দু নিসি বাসর স্বামী।
বসহু হৃদয় প্রভু অন্তরয়ামী॥

॥ দোহা ॥

পরশুরাম কো চারূ চরিত, মেটত সকল অজ্ঞান।
শরণ পড়ে কো দেত প্রভু, সদা সুয়শ সম্মান॥

॥ শ্লোক ॥

ভৃগুদেব কুলং ভানুং, সহস্রবাহুর্মর্দনম্।
রেণুকা নয়না নন্দং, পরশুংবন্দে বিপ্রধনম্॥


Shri Parashurama Chalisa - শ্রী পরশুরাম চালিসা - Parashuram | Adhyatmic