
Shri Shyam Chalisa
শ্রী শ্যাম চालीসা
শ্রী শ্যাম চালীসা, শ্রী শ্যামের প্রতি নিবেদিত একটি পবিত্র হিম, যা ভক্তদের মনে শান্তি, প্রেম ও আনন্দের সঞ্চার করে। শ্রী শ্যাম, যিনি কৃষ্ণের অবতার হিসেবে পরিচিত, তার প্রতি এই চালীসায় প্রেম ও ভক্তির সঙ্গে প্রার্থনা করা হয়। এই চালীসা পাঠের মাধ্যমে ভক্তরা শ্যামের আর্শীবাদ লাভের পাশাপাশি তাঁর অসীম গুণ ও মহিমার উপলব্ধি করতে সক্ষম হন। এই চালীসা পাঠের উদ্দেশ্য হল শ্রী শ্যামের প্রতি ভক্তির প্রকাশ করা এবং তাঁর অনুগ্রহ লাভ করা। নিয়মিত এই চালীসা পাঠ করলে মানসিক শান্তি, শারীরিক স্বাস্থ্য ও আত্মিক উন্নতি সাধিত হয়। এটি বিশেষ করে বিপদ, দুশ্চিন্তা ও হতাশার সময়ে ভক্তদের মনে সাহস ও শক্তি যোগায়। সেইসঙ্গে, শ্রী শ্যামের প্রেম ও আশীর্বাদ পেতে এই চালীসার গুরুত্ব অপরিসীম। শ্রী শ্যাম চালীসা সাধারণত রোজ সকালে বা সন্ধ্যায়, বিশেষ করে পূজার সময় পাঠ করা হয়। এটি শুদ্ধ মনে ও নিরিবিলিতে পাঠ করলে অধিক ফলপ্রসূ হয়। ভক্তরা যদি একাগ্রতা ও বিশ্বাসের সঙ্গে এই হিম পাঠ করেন, তবে তারা শ
শ্রী গুরু চরণ ধ্যান ধর, সুমিরি সচ্চিদানন্দ।
শ্যাম চালীসা ভণত হূঁ, রচ চৈপাঈ ছন্দ॥
॥চৌপাঈ॥
শ্যাম শ্যাম ভজি বারম্বারা।
সহজ হী হো ভবসাগর পারা॥
ইন সম দেব ন দূজা কোঈ।
দীন দয়ালু ন দাতা হোঈ॥
ভীমসুপুত্র অহিলবতী জায়া।
কহীং ভীম কা পৌত্র কহায়া॥
যহ সব কথা সহী কল্পান্তর।
তনিক ন মানোং ইসমেং অন্তর॥
বর্বরীক বিষ্ণু অবতারা।
ভক্তন হেতু মনুজ তনু ধারা॥
বসুদেব দেবকী প্যারে।
যশুমতি মৈয়া নন্দ দুলারে॥
মধুসূদন গোপাল মুরারী।
বৃজকিশোর গোবর্ধন ধারী॥
সিয়ারাম শ্রী হরি গোবিন্দা।
দীনপাল শ্রী বাল মুকুন্দা॥
দামোদর রণছোড় বিহারী।
নাথ দ্বারিকাধীশ খরারী॥
নরহরি রুপ প্রহলাদ প্যারা।
খম্ভ ফারি হিরনাকুশ মারা॥
রাধা বল্লভ রুক্মিণী কন্তা।
গোপী বল্লভ কংস হনন্তা॥
মনমোহন চিত্তচোর কহায়ে।
মাখন চোরি চোরি কর খায়ে॥
মুরলীধর যদুপতি ঘনশ্যাম।
কৃষ্ণ পতিতপাবন অভিরামা॥
মায়াপতি লক্ষ্মীপতি ঈসা।
পুরুষোত্তম কেশব জগদীশা॥
বিশ্বপতি ত্রিভুবন উজিয়ারা।
দীন বন্ধু ভক্তন রখবারা॥
প্রভু কা ভেদ কোঈ ন পায়া।
শেষ মহেশ থকে মুনিরায়া॥
নারদ শারদ ঋষি যোগিন্দর।
শ্যাম শ্যাম সব রটত নিরন্তর॥
করি কোবিদ করি সকে ন গিনন্তা।
নাম অপার অথাহ অনন্তা॥
হর সৃষ্টি হর যুগ মেং ভাঈ।
লে অবতার ভক্ত সুখদাঈ॥
হৃদয় মাঁহি করি দেখু বিচারা।
শ্যাম ভজে তো হো নিস্তারা॥
কীর পঢ়াবত গণিকা তারী।
ভীলনী কী ভক্তি বলিহারী॥
সতী অহিল্যা গৌতম নারী।
ভঈ শ্রাপ বশ শিলা দুখারী॥
শ্যাম চরণ রচ নিত লাঈ।
পহুঁচী পতিলোক মেং জাঈ॥
অজামিল অরূ সদন কসাঈ।
নাম প্রতাপ পরম গতি পাঈ॥
জাকে শ্যাম নাম অধারা।
সুখ লহহি দুঃখ দূর হো সারা॥
শ্যাম সুলোচন হৈ অতি সুন্দর।
মোর মুকুট সির তন পীতাম্বর॥
গল বৈজয়ন্তিমাল সুহাঈ।
ছবি অনূপ ভক্তন মন ভাঈ॥
শ্যাম শ্যাম সুমিরহু দিনরাতী।
শাম দুপহরি অরূ পরভাতী॥
শ্যাম সারথী জিসকে রথ কে।
রোড়ে দূর হোয় উস পথ কে॥
শ্যাম ভক্ত ন কহীং পর হারা।
ভীর পরি তব শ্যাম পুকারা॥
রসনা শ্যাম নাম রস পী লে।
জী লে শ্যাম নাম কে হালে॥
সংসারী সুখ ভোগ মিলেগা।
অন্ত শ্যাম সুখ যোগ মিলেগা॥
শ্যাম প্রভু হৈং তন কে কালে।
মন কে গোরে ভোলে ভালে॥
শ্যাম সন্ত ভক্তন হিতকারী।
রোগ দোষ অঘ নাশৈ ভারী॥
প্রেম সহিত জে নাম পুকারা।
ভক্ত লগত শ্যাম কো প্যারা॥
খাটূ মেং হৈ মথুরা বাসী।
পার ব্রহ্ম পূরণ অবিনাসী॥
সুধা তান ভরি মুরলী বজাঈ।
চহুং দিশি নানা জহাঁ সুনি পাঈ॥
বৃদ্ধ বাল জেতে নারী নর।
মুগ্ধ ভয়ে সুনি বংশী কে স্বর॥
দৌড় দৌড় পহুঁচে সব জাঈ।
খাটূ মেং জহাঁ শ্যাম কন্হাঈ॥
জিসনে শ্যাম স্বরূপ নিহারা।
ভব ভয় সে পায়া ছুটকারা॥
॥দোহা॥
শ্যাম সলোনে সাঁবরে, বর্বরীক তনু ধার।
ইচ্ছা পূর্ণ ভক্ত কী, করো ন লাও বার॥