Shri Vishwakarma Chalisa

Shri Vishwakarma Chalisa

শ্রী বিশ্বকর্মা চালিসা

Vishwakarma JiBengali

শ্রী বিশ্বকর্মা চালিসা হল একটি দেবotional প্রার্থনা যা ঈশ্বর বিশ্বকর্মাকে উত্সর্গীকৃত। এই চালিসা পাঠ করলে শিল্প, নির্মাণ ও সৃষ্টির ক্ষেত্রে সিদ্ধি ও সাফল্য লাভের আশ্বাস পাওয়া যায়।

0 views
॥ দোহা ॥

বিনয় করৌং কর জোড়কর, মন বচন কর্ম সম্ভারি।
মোর মনোরথ পূর্ণ কর, বিশ্বকর্মা দুষ্টারি॥

॥ চৌপাঈ ॥

বিশ্বকর্মা তব নাম অনূপা।
পাবন সুখদ মনন অনরূপা॥

সুন্দর সুয়শ ভুবন দশচারী।
নিত প্রতি গাবত গুণ নরনারী॥

শারদ শেষ মহেশ ভবানী।
কবি কোবিদ গুণ গ্রাহক জ্ঞানী॥

আগম নিগম পুরাণ মহানা।
গুণাতীত গুণবন্ত সয়ানা॥

জগ মহঁ জে পরমারথ বাদী।
ধর্ম ধুরন্ধর শুভ সনকাদি॥

নিত নিত গুণ যশ গাবত তেরে।
ধন্য-ধন্য বিশ্বকর্মা মেরে॥

আদি সৃষ্টি মহঁ তূ অবিনাশী।
মোক্ষ ধাম তজি আয়ো সুপাসী॥

জগ মহঁ প্রথম লীক শুভ জাকী।
ভুবন চারি দশ কীর্তি কলা কী॥

ব্রহ্মচারী আদিত্য ভয়ো জব।
বেদ পারঙ্গত ঋষি ভয়ো তব॥

দর্শন শাস্ত্র অরু বিজ্ঞ পুরানা।
কীর্তি কলা ইতিহাস সুজানা॥

তুম আদি বিশ্বকর্মা কহলায়ো।
চৌদহ বিধা ভূ পর ফৈলায়ো॥

লোহ কাষ্ঠ অরু তাম্র সুবর্ণা।
শিলা শিল্প জো পঞ্চক বর্ণা॥

দে শিক্ষা দুখ দারিদ্র নাশ্যো।
সুখ সমৃদ্ধি জগমহঁ পরকাশ্যো॥

সনকাদিক ঋষি শিষ্য তুম্হারে।
ব্রহ্মাদিক জৈ মুনীশ পুকারে॥

জগত গুরু ইস হেতু ভয়ে তুম।
তম-অজ্ঞান-সমূহ হনে তুম॥

দিব্য অলৌকিক গুণ জাকে বর।
বিঘ্ন বিনাশন ভয় টারন কর॥

সৃষ্টি করন হিত নাম তুম্হারা।
ব্রহ্মা বিশ্বকর্মা ভয় ধারা॥

বিষ্ণু অলৌকিক জগরক্ষক সম।
শিবকল্যাণদায়ক অতি অনুপম॥

নমো নমো বিশ্বকর্মা দেবা।
সেবত সুলভ মনোরথ দেবা॥

দেব দনুজ কিন্নর গন্ধর্বা।
প্রণবত যুগল চরণ পর সর্বা॥

অবিচল ভক্তি হৃদয় বস জাকে।
চার পদারথ করতল জাকে॥

সেবত তোহি ভুবন দশ চারী।
পাবন চরণ ভবোভব কারী॥

বিশ্বকর্মা দেবন কর দেবা।
সেবত সুলভ অলৌকিক মেবা॥

লৌকিক কীর্তি কলা ভণ্ডারা।
দাতা ত্রিভুবন যশ বিস্তারা॥

ভুবন পুত্র বিশ্বকর্মা তনুধরি।
বেদ অথর্বণ তত্ব মনন করি॥

অথর্ববেদ অরু শিল্প শাস্ত্র কা।
ধনুর্বেদ সব কৃত্য আপকা॥

জব জব বিপতি বড়ী দেবন পর।
কষ্ট হন্যো প্রভু কলা সেবন কর॥

বিষ্ণু চক্র অরু ব্রহ্ম কমণ্ডল।
রূদ্র শূল সব রচ্যো ভূমণ্ডল॥

ইন্দ্র ধনুষ অরু ধনুষ পিনাকা।
পুষ্পক যান অলৌকিক চাকা॥

বায়ুয়ান ময় উড়ন খটোলে।
বিধুত কলা তন্ত্র সব খোলে॥

সূর্য চন্দ্র নবগ্রহ দিগ্পালা।
লোক লোকান্তর ব্যোম পতালা॥

অগ্নি বায়ু ক্ষিতি জল অকাশা।
আবিষ্কার সকল পরকাশা॥

মনু ময় ত্বষ্টা শিল্পী মহানা।
দেবাগম মুনি পন্থ সুজানা॥

লোক কাষ্ঠ, শিল তাম্র সুকর্মা।
স্বর্ণকার ময় পঞ্চক ধর্মা॥

শিব দধীচি হরিশ্চন্দ্র ভুআরা।
কৃত যুগ শিক্ষা পালেঊ সারা॥

পরশুরাম, নল, নীল, সুচেতা।
রাবণ, রাম শিষ্য সব ত্রেতা॥

ধ্বাপর দ্রোণাচার্য হুলাসা।
বিশ্বকর্মা কুল কীন্হ প্রকাশা॥

ময়কৃত শিল্প যুধিষ্ঠির পায়েঊ।
বিশ্বকর্মা চরণন চিত ধ্যায়েঊ॥

নানা বিধি তিলস্মী করি লেখা।
বিক্রম পুতলী দৄশ্য অলেখা॥

বর্ণাতীত অকথ গুণ সারা।
নমো নমো ভয় টারন হারা॥

॥ দোহা ॥

দিব্য জ্যোতি দিব্যাংশ প্রভু, দিব্য জ্ঞান প্রকাশ।
দিব্য দৄষ্টি তিহুঁ, কালমহঁ বিশ্বকর্মা প্রভাস॥

বিনয় করো করি জোরি, যুগ পাবন সুয়শ তুম্হার।
ধারি হিয় ভাবত রহে, হোয় কৃপা উদ্গার॥

॥ ছন্দ ॥

জে নর সপ্রেম বিরাগ শ্রদ্ধা, সহিত পঢ়িহহি সুনি হৈ।
বিশ্বাস করি চালীসা চোপাঈ, মনন করি গুনি হৈ॥

ভব ফন্দ বিঘ্নোং সে উসে, প্রভু বিশ্বকর্মা দূর কর।
মোক্ষ সুখ দেঙ্গে অবশ্য হী, কষ্ট বিপদা চূর কর॥