Shri Pretraj Chalisa

Shri Pretraj Chalisa

শ্রী প্রেমতরাজ চालीসা

Pretaraj SarkarBengali

শ্রী প্রেমতরাজ চালিসা হল এক বিশেষ ধর্মীয় স্তোত্র যা শ্রী প্রেমতরাজের প্রতি নিবেদিত। শ্রী প্রেমতরাজ হল প্রেম এবং ভক্তির দেবতা, যিনি মানুষের হৃদয়ে প্রেম এবং প্রশান্তি প্রতিষ্ঠা করেন। এই চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা প্রেয়সী প্রেমের অনুভূতি ও শক্তি লাভ করতে পারেন, যা তাদের জীবনের সকল ক্ষেত্রকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। এই চালিসা পাঠের মূল উদ্দেশ্য হল শ্রী প্রেমতরাজের আশীর্বাদ গ্রহণ করা এবং জীবনের সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়া। এর ফলে ভক্তরা মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং শারীরিক সুস্থতা লাভ করেন। নিয়মিত এই চালিসা পাঠ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনে অনুপ্রেরণা আসে। শ্রী প্রেমতরাজ চালিসা সাধারণত প্রতি মঙ্গলবার এবং শুক্রবার পাঠ করা হয়, কিন্তু যে কোনো সময় এটি পাঠ করা যেতে পারে। এই চালিসা পাঠের জন্য শুদ্ধ স্থান নির্বাচন করা এবং একটি নির্দিষ্ট সময়ে একাগ্রচিত্তে পাঠ করা উচিত। এর ফলে ভক্তরা শ্রী প্রেমতরাজের সান্নিধ্য অনুভব করেন এবং শান্তি ও সুখ লাভ করেন।

0 views
॥ দোহা ॥

গণপতি কী কর বন্দনা, গুরু চরনন চিতলায়।
প্রেতরাজ জী কা লিখূং, চালীসা হরষায়॥

জয় জয় ভূতাধিপ প্রবল, হরণ সকল দুঃখ ভার।
বীর শিরোমণি জয়তি, জয় প্রেতরাজ সরকার॥

॥ চৌপাঈ ॥

জয় জয় প্রেতরাজ জগ পাবন।
মহা প্রবল ত্রয় তাপ নসাবন॥

বিকট বীর করুণা কে সাগর।
ভক্ত কষ্ট হর সব গুণ আগর॥

রত্ন জটিত সিংহাসন সোহে।
দেখত সুন নর মুনি মন মোহে॥

জগমগ সির পর মুকুট সুহাবন।
কানন কুণ্ডল অতি মন ভাবন॥

ধনুষ কৃপাণ বাণ অরু ভালা।
বীরবেশ অতি ভৃকুটি করালা॥

গজারুঢ় সঙ্গ সেনা ভারী।
বাজত ঢোল মৃদঙ্গ জুঝারী॥

ছত্র চংবর পঙ্খা সির ডোলে।
ভক্ত বৃন্দ মিলি জয় জয় বোলে॥

ভক্ত শিরোমণি বীর প্রচণ্ডা।
দুষ্ট দলন শোভিত ভুজদণ্ডা॥

চলত সৈন কাঁপত ভূতলহূ।
দর্শন করত মিটত কলি মলহূ॥

ঘাটা মেংহদীপুর মেং আকর।
প্রগটে প্রেতরাজ গুণ সাগর॥

লাল ধ্বজা উড় রহী গগন মেং।
নাচত ভক্ত মগন হো মন মেং॥

ভক্ত কামনা পূরন স্বামী।
বজরঙ্গী কে সেবক নামী॥

ইচ্ছা পূরন করনে বালে।
দুঃখ সঙ্কট সব হরনে বালে॥

জো জিস ইচ্ছা সে আতে হৈং।
বে সব মন বাঁছিত ফল পাতে হৈং॥

রোগী সেবা মেং জো আতে।
শীঘ্র স্বস্থ হোকর ঘর জাতে॥

ভূত পিশাচ জিন্ন বৈতালা।
ভাগে দেখত রুপ করালা॥

ভৌতিক শারীরিক সব পীড়া।
মিটা শীঘ্র করতে হৈং ক্রীড়া॥

কঠিন কাজ জগ মেং হৈং জেতে।
রটত নাম পূরন সব হোতে॥

তন মন ধন সে সেবা করতে।
উনকে সকল কষ্ট প্রভু হরতে॥

হে করুণাময় স্বামী মেরে।
পড়া হুআ হূঁ চরণোং মেং তেরে॥

কোঈ তেরে সিবা ন মেরা।
মুঝে এক আশ্রয় প্রভু তেরা॥

লজ্জা মেরী হাথ তিহারে।
পড়া হূঁ চরণ সহারে॥

যা বিধি অরজ করে তন মন সে।
ছূটত রোগ শোক সব তন সে॥

মেংহদীপুর অবতার লিয়া হৈ।
ভক্তোং কা দুঃখ দূর কিয়া হৈ॥

রোগী, পাগল সন্ততি হীনা।
ভূত ব্যাধি সুত অরু ধন ছীনা॥

জো জো তেরে দ্বারে আতে।
মন বাঞ্ছিত ফল পা ঘর জাতে॥

মহিমা ভূতল পর হৈ ছাঈ।
ভক্তোং নে হৈ লীলা গাঈ॥

মহন্ত গণেশ পুরী তপধারী।
পূজা করতে তন মন বারী॥

হাথোং মেং লে মুগদর ঘোটে।
দূত খড়ে রহতে হৈং মোটে॥

লাল দেহ সিন্দূর বদন মেং।
কাঁপত থর-থর ভূত ভবন মেং॥

জো কোঈ প্রেতরাজ চালীসা।
পাঠ করত নিত এক অরু বীসা॥

প্রাতঃ কাল স্নান করাবৈ।
তেল ঔর সিন্দূর লগাবৈ॥

চন্দন ইত্র ফুলেল চঢ়াবৈ।
পুষ্পন কী মালা পহনাবৈ॥

লে কপূর আরতী উতারৈ।
করৈ প্রার্থনা জয়তি উচারৈ॥

উনকে সভী কষ্ট কট জাতে।
হর্ষিত হো অপনে ঘর জাতে॥

ইচ্ছা পূরণ করতে জনকী।
হোতী সফল কামনা মন কী॥

ভক্ত কষ্টহর অরিকুল ঘাতক।
ধ্যান ধরত ছূটত সব পাতক॥

জয় জয় জয় প্রেতাধিপ জয়।
জয়তি ভুপতি সঙ্কট হর জয়॥

জো নর পঢ়ত প্রেত চালীসা।
রহত ন কবহূঁ দুখ লবলেশা॥

কহ ভক্ত ধ্যান ধর মন মেং।
প্রেতরাজ পাবন চরণন মেং॥

॥ দোহা ॥

দুষ্ট দলন জগ অঘ হরন, সমন সকল ভব শূল।
জয়তি ভক্ত রক্ষক প্রবল, প্রেতরাজ সুখ মূল॥

বিমল বেশ অঞ্জিন সুবন, প্রেতরাজ বল ধাম।
বসহু নিরন্তর মম হৃদয়, কহত ভক্ত সুখরাম॥